সুয়ারেজের লিভারপুল-স্বপ্ন
সর্বশেষ শিরোপা ২০০৬ সালে। এফএ কমিউনিটি শিল্ড ও এফএ কাপের সেই শিরোপা দুটোয় ধুলো জমতে শুরু করেছে। ২০০৫ সালে চ্যাম্পিয়নস লিগ জয়টাও অনেক দিন হয়ে গেল। প্রায় ২২ বছর হলো ইংলিশ লিগের শিরোপা জিতেছে সর্বশেষ (১৯৮৯-৯০)।
ধুলো সরিয়ে আবার মাথা তুলে দাঁড়াতে চায় লিভারপুল। ক্লাবের স্বপ্নসারথি লিভারপুলেরই সাবেক তারকা কেনি ডালগ্লিস। অ্যানফিল্ডে সবার কাছে যিনি কিং কেনি। গত মৌসুমেই বেশ কিছু খেলোয়াড়কে দলে নিয়েছেন আবার কোচ হয়ে আসা ডালগ্লিস, এবারও কিনেছেন নতুন খেলোয়াড়। তবে ডালগ্লিসের তুরুপের তাস হবেন সম্ভবত কোপা আমেরিকাজয়ী উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। সুয়ারেজ নিজেও এবার দেখছেন লিগ জয়ের সম্ভাবনা।
এবারের কোপার সেরা খেলোয়াড় গত বিশ্বকাপ থেকেই আছেন দারুণ ফর্মে। সুয়ারেজ এবার লিভারপুলের হয়েও দেখাতে চান জাদু। সেই জাদুতে মুগ্ধ করতে চান ইংলিশ ফুটবল সমর্থকদের, শিরোপা এনে দিতে চান লিভারপুলকে।
‘লিভারপুলের মতো একটা ক্লাবে খেললে শিরোপা জয়ের আশা আপনি করবেনই। আর আমাদের তো শিরোপা জয়ের বাস্তবসম্মত সম্ভাবনাই আছে’—বলেছেন এই বছরের জানুয়ারি মাসেই ২২.৮ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে নাম লেখানো সুয়ারেজ।
তবে সুয়ারেজ শিরোপায় চোখ রাখলেও এটাকে বাস্তবসম্মত মনে করেন না লিভারপুলের সাবেক তারকা ডিফেন্ডার মার্ক লরেনসন। সুয়ারেজের সঙ্গে স্টুয়ার্ট ডাউনিং ও চার্লি অ্যাডামদের মতো উঠতি তারকাদের পেলেও লরেনসন মনে করেন, শিরোপা জয়ের সামর্থ্য লিভারপুলের হয়নি।
বলেছেন, ‘কেনি (ডালগ্লিস) হয়তো জনসমক্ষে এটা কখনোই বলবে না, তবে যে খেলোয়াড় লিভারপুল কিনেছে তাতে সে হয়তো চ্যাম্পিয়নস লিগের কথাই সম্ভবত ভাববে।’
ধুলো সরিয়ে আবার মাথা তুলে দাঁড়াতে চায় লিভারপুল। ক্লাবের স্বপ্নসারথি লিভারপুলেরই সাবেক তারকা কেনি ডালগ্লিস। অ্যানফিল্ডে সবার কাছে যিনি কিং কেনি। গত মৌসুমেই বেশ কিছু খেলোয়াড়কে দলে নিয়েছেন আবার কোচ হয়ে আসা ডালগ্লিস, এবারও কিনেছেন নতুন খেলোয়াড়। তবে ডালগ্লিসের তুরুপের তাস হবেন সম্ভবত কোপা আমেরিকাজয়ী উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। সুয়ারেজ নিজেও এবার দেখছেন লিগ জয়ের সম্ভাবনা।
এবারের কোপার সেরা খেলোয়াড় গত বিশ্বকাপ থেকেই আছেন দারুণ ফর্মে। সুয়ারেজ এবার লিভারপুলের হয়েও দেখাতে চান জাদু। সেই জাদুতে মুগ্ধ করতে চান ইংলিশ ফুটবল সমর্থকদের, শিরোপা এনে দিতে চান লিভারপুলকে।
‘লিভারপুলের মতো একটা ক্লাবে খেললে শিরোপা জয়ের আশা আপনি করবেনই। আর আমাদের তো শিরোপা জয়ের বাস্তবসম্মত সম্ভাবনাই আছে’—বলেছেন এই বছরের জানুয়ারি মাসেই ২২.৮ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে নাম লেখানো সুয়ারেজ।
তবে সুয়ারেজ শিরোপায় চোখ রাখলেও এটাকে বাস্তবসম্মত মনে করেন না লিভারপুলের সাবেক তারকা ডিফেন্ডার মার্ক লরেনসন। সুয়ারেজের সঙ্গে স্টুয়ার্ট ডাউনিং ও চার্লি অ্যাডামদের মতো উঠতি তারকাদের পেলেও লরেনসন মনে করেন, শিরোপা জয়ের সামর্থ্য লিভারপুলের হয়নি।
বলেছেন, ‘কেনি (ডালগ্লিস) হয়তো জনসমক্ষে এটা কখনোই বলবে না, তবে যে খেলোয়াড় লিভারপুল কিনেছে তাতে সে হয়তো চ্যাম্পিয়নস লিগের কথাই সম্ভবত ভাববে।’
No comments