হেলিকপ্টার দুর্ঘটনায় অরুণাচলের মুখ্যমন্ত্রী নিহত
ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দর্জি খান্ডু হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা নিশ্চিত করেছে।
তাওয়াং জেলার কাছে কাইয়েলা ও লোবাথাং এলাকার মাঝামাঝি চার হাজার ৯০০ মিটার উঁচুতে চারদিন আগে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ব্যাপক তল্লাশির পর গতকালহেলিকপ্টারের ধ্বংসস্তূপের মধ্যে মুখ্যমন্ত্রীর মৃতদেহ পাওয়া গেছে। এছাড়া আরও চারটি পুড়ে যাওয়া মৃতদেহ পাওয়া গেছে।
গত শনিবার সকালে দর্জি খান্ডুকে বহনকারী হেলিকপ্টারটি উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটির সঙ্গে বিমান চলাচল নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটিতে মুখ্যমন্ত্রী ছাড়াও তাঁর দেহরক্ষী, দুই পাইলট এবং অপর একজন যাত্রী ছিলেন।
দর্জি খান্ডু ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের নেতা। ২০০৭ সালে তিনি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
তাওয়াং জেলার কাছে কাইয়েলা ও লোবাথাং এলাকার মাঝামাঝি চার হাজার ৯০০ মিটার উঁচুতে চারদিন আগে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ব্যাপক তল্লাশির পর গতকালহেলিকপ্টারের ধ্বংসস্তূপের মধ্যে মুখ্যমন্ত্রীর মৃতদেহ পাওয়া গেছে। এছাড়া আরও চারটি পুড়ে যাওয়া মৃতদেহ পাওয়া গেছে।
গত শনিবার সকালে দর্জি খান্ডুকে বহনকারী হেলিকপ্টারটি উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটির সঙ্গে বিমান চলাচল নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটিতে মুখ্যমন্ত্রী ছাড়াও তাঁর দেহরক্ষী, দুই পাইলট এবং অপর একজন যাত্রী ছিলেন।
দর্জি খান্ডু ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের নেতা। ২০০৭ সালে তিনি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
No comments