পুঁজিবাজারে লেনদেন বেড়েছে
দেশের দুই স্টক এক্সচেঞ্জেই আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন বেড়েছে। তবে কমেছে বেশির ভাগ শেয়ারের দাম। এর ফলে সূচকের নিম্নগামী প্রবণতা লক্ষ করা গেছে।
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, আজ বাংলাদেশ ফান্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার পর সূচক বেশ বেড়ে যায়। তবে একপর্যায়ে শেয়ার বিক্রির চাপ বেশি হওয়ায় শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে পারে দুই স্টক এক্সচেঞ্জ। তবে সূচক নিম্নগামী হলেও লেনদেন বাড়ায় বিষয়টি স্বাভাবিক হিসেবে দেখছেন বাজার-সংশ্লিষ্টরা।
ডিএসই সূত্রে জানা যায়, ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে সূচক ৯০ পয়েন্টের বেশি বেড়ে যায়। এর পর সূচক নামতে শুরু করে। দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক ৭৩.৬৯ পয়েন্ট কমে ৫৮৯৯.৪০ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে হাতবদল হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৫টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৩১ কোটি টাকার লেনদের হয়েছে, যা গতকালের চেয়ে ১৫০ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৩৮১ কোটি টাকা।
ডিএসইতে আজ লেনদেন শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে তিতাস গ্যাস, বেক্সিমকো, ইউসিবিএল, বিএসআরএম স্টিল, বেক্সটেক্স, আর এন স্পিনিং, এনবিএল, ওয়ান ব্যাংক লিমিটেড, আফতাব অটো ও ইউনাইটেড এয়ার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২১৬.৭৫ পয়েন্ট কমে ১৬৪৪৫.২০ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে আজ লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৯টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা বেশি।
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, আজ বাংলাদেশ ফান্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার পর সূচক বেশ বেড়ে যায়। তবে একপর্যায়ে শেয়ার বিক্রির চাপ বেশি হওয়ায় শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে পারে দুই স্টক এক্সচেঞ্জ। তবে সূচক নিম্নগামী হলেও লেনদেন বাড়ায় বিষয়টি স্বাভাবিক হিসেবে দেখছেন বাজার-সংশ্লিষ্টরা।
ডিএসই সূত্রে জানা যায়, ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে সূচক ৯০ পয়েন্টের বেশি বেড়ে যায়। এর পর সূচক নামতে শুরু করে। দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক ৭৩.৬৯ পয়েন্ট কমে ৫৮৯৯.৪০ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে হাতবদল হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৫টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৩১ কোটি টাকার লেনদের হয়েছে, যা গতকালের চেয়ে ১৫০ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৩৮১ কোটি টাকা।
ডিএসইতে আজ লেনদেন শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে তিতাস গ্যাস, বেক্সিমকো, ইউসিবিএল, বিএসআরএম স্টিল, বেক্সটেক্স, আর এন স্পিনিং, এনবিএল, ওয়ান ব্যাংক লিমিটেড, আফতাব অটো ও ইউনাইটেড এয়ার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২১৬.৭৫ পয়েন্ট কমে ১৬৪৪৫.২০ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে আজ লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৯টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা বেশি।
No comments