পুনের সমস্যা বুঝতে অপারগ যুবরাজ!
যুবরাজ সিং কিছুতেই বুঝে উঠতে পারছেন না আইপিএলে তাঁর দল সাহারা পুনে ওয়ারিয়র্সের সমস্যাটা কোথায়। এবছরই নিবন্ধিত, সাহারা শিল্পগোষ্ঠীর মালিকানাধীন এই দলটি ইতিমধ্যেই টানা সাত ম্যাচে হেরে লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়েছে। দলটির সর্বশেষ পরাজয়-কাল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২১ রানে।
গতকালের ম্যাচে যুবরাজ সিংয়ের একমাত্র পরিতৃপ্তি-তিনি মুম্বাই দলপতি শচীন টেন্ডুলকারের উইকেটটি নিয়েছেন। সেইসঙ্গে তিনি খুশি হতে পারেন লেগ স্পিনার রাহুল শর্মার দুর্দান্ত বোলিং। চার ওভার বল করে মাত্র সাত রানের খরচায় শর্মা নিয়েছেন ২টি উইকেট।
মুম্বাইয়ের রান তাড়া করা একেবারে কঠিন কিছু ছিল না। তারপরেও দিনশেষে ২১ রানে পরাজয়ের জন্য যুবরাজ দুষেছেন নিজেদের ব্যাটিং দৈন্যতাকেই। তিনি বলেন, ‘১৬০ রান তাড়া করাটা অসম্ভব কিছু ছিল না। কিন্তু আমরা পারিনি। তিনি বলেন, ‘পুনের ওয়ারিয়র্সের মূল সমস্যা দলে বিগ হিটারের অভাব রয়েছে। আমরা অনেক বল নষ্ট করে ফেলছি। প্রয়োজনের সময় দ্রুত রান তুলতে পারছিনা।’
শচীন টেন্ডুলকারকে আউট করলেও দল পরাজয়ে সেই তৃপ্তিতে ঢেঁকুর তুলতে পারছেন না যুবরাজ। তিনি বলেন, ‘সবই ঠিক ছিল, আমরা বল ভালো করেছিলাম, ১৬০ রান তাড়া করার মতো ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচটি হেরেছি। সত্যি কথা বলতে কি, সমস্যাটা কোথায়, বুঝতে পারছি না!’
গতকালের ম্যাচে যুবরাজ সিংয়ের একমাত্র পরিতৃপ্তি-তিনি মুম্বাই দলপতি শচীন টেন্ডুলকারের উইকেটটি নিয়েছেন। সেইসঙ্গে তিনি খুশি হতে পারেন লেগ স্পিনার রাহুল শর্মার দুর্দান্ত বোলিং। চার ওভার বল করে মাত্র সাত রানের খরচায় শর্মা নিয়েছেন ২টি উইকেট।
মুম্বাইয়ের রান তাড়া করা একেবারে কঠিন কিছু ছিল না। তারপরেও দিনশেষে ২১ রানে পরাজয়ের জন্য যুবরাজ দুষেছেন নিজেদের ব্যাটিং দৈন্যতাকেই। তিনি বলেন, ‘১৬০ রান তাড়া করাটা অসম্ভব কিছু ছিল না। কিন্তু আমরা পারিনি। তিনি বলেন, ‘পুনের ওয়ারিয়র্সের মূল সমস্যা দলে বিগ হিটারের অভাব রয়েছে। আমরা অনেক বল নষ্ট করে ফেলছি। প্রয়োজনের সময় দ্রুত রান তুলতে পারছিনা।’
শচীন টেন্ডুলকারকে আউট করলেও দল পরাজয়ে সেই তৃপ্তিতে ঢেঁকুর তুলতে পারছেন না যুবরাজ। তিনি বলেন, ‘সবই ঠিক ছিল, আমরা বল ভালো করেছিলাম, ১৬০ রান তাড়া করার মতো ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচটি হেরেছি। সত্যি কথা বলতে কি, সমস্যাটা কোথায়, বুঝতে পারছি না!’
No comments