অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক মাইকেল ক্লার্ক
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই হতাশাজনক বিদায়ের পর শেষ হয়েছে অস্ট্রেলিয়ার পন্টিং যুগ। অনেক ব্যর্থতা, সমালোচনার বোঝা মাথায় নিয়ে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রিকি পন্টিং। আর পূর্বানুমান মতো, তাঁর জায়গায় অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইকেল ক্লার্ক। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শেন ওয়াটসন। বিশ্বকাপের পর বাংলাদেশ সফরের ওয়ানডে দলেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ক্লার্ক-ওয়াটসন জুটি।
গতকাল অস্ট্রেলিয়ার ৪৩তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্লার্ক বলেছেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়ক নির্বাচিত হওয়াটা আমার জন্য খুবই সম্মানের। তবে রিকি এভাবে সরে যাওয়ায় কিছুটা অবাক হয়েছি।’ অস্ট্রেলিয়ান ক্রিকেটকে আবার নতুন করে সাজাবেন কি না, বা অধিনায়ক হিসেবে তাঁর নতুন কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ক্লার্ক বলেছেন, ‘আমি নতুন করে কিছুই করতে চাই না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রেই আমি আমার পূর্বসূরিদেরই অনুসরণ করতে চাই। আমরা আবার সব ধরনের ক্রিকেটে এক নম্বর দলে পরিণত হতে চাই। তবে এর জন্য অনেক সময় লাগবে।’
গতকাল অস্ট্রেলিয়ার ৪৩তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্লার্ক বলেছেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়ক নির্বাচিত হওয়াটা আমার জন্য খুবই সম্মানের। তবে রিকি এভাবে সরে যাওয়ায় কিছুটা অবাক হয়েছি।’ অস্ট্রেলিয়ান ক্রিকেটকে আবার নতুন করে সাজাবেন কি না, বা অধিনায়ক হিসেবে তাঁর নতুন কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ক্লার্ক বলেছেন, ‘আমি নতুন করে কিছুই করতে চাই না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রেই আমি আমার পূর্বসূরিদেরই অনুসরণ করতে চাই। আমরা আবার সব ধরনের ক্রিকেটে এক নম্বর দলে পরিণত হতে চাই। তবে এর জন্য অনেক সময় লাগবে।’
No comments