ইইউ’র শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন শি জিনপিং

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এবং চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবারের সম্মেলন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। এ খবর দিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। এতে বলা হয়, শির পরিবর্তে ইউরোপীয় কাউন্সিল এবং কমিশনের সভাপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এ বিষয়ে জ্ঞাত দুটি সূত্রের বরাত দিয়ে খবরটির সত্যতা নিশ্চিত করেছে ওই সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাধারণত ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রীই যোগ দেন। তবে ইউরোপীয়ন ইউনিয়ন চেয়েছিলেন সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার চীনের প্রেসিডেন্ট শি শীর্ষ সম্মেলনে যোগ দিক। কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট। রীতি অনুযায়ী বেইজিংয়ের প্রধানমন্ত্রীই সেখানে উপস্থিত হবেন। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বেইজিং এবং ব্রাসেলসের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। এছাড়া ইউরোপীয়ান ইউনিয়নের অভিযোগ হচ্ছে যুদ্ধে ক্রেমলিনকে সমর্থন দিয়েছে চীন। যার ফলে গত বছর চীনের বৈদ্যুতিক গাড়ি আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল ইইউ। এসব কারণেই সম্ভবত ইইউ’র আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন শি।

এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে অনুরোধ করলে তাতে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ইইউ ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। আর তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপ। ২০২৪ সালটি তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেই কাটিয়েছে। বিশেষ করে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা, অবৈধ ভর্তুকি এবং বিনিয়োগ নিয়ে চীনের সমালোচনায় সরব ছিল ইইউ।

অক্টোবরে, ভর্তুকি-বিরোধী তদন্তের পর চীনের তৈরি বৈদ্যুতিক যানবাহনের উপর দই অঙ্কের শুল্ক আরোপ করে ইইউ। এছাড়া স্ট্যান্ডার্ড গাড়ি আমদানিতেও ১০ শতাংশ শুল্কও আরোপ করা হয়। এই পদক্ষেপের ফলে বেইজিং তীব্র প্রতিবাদ জানায়, যার ফলে ব্র্যান্ডির মতো কিছু ইইউ পণ্য চীনের বাজারে প্রবেশের বাধাগ্রস্ত হয়।

mzamin

No comments

Powered by Blogger.