সহিংসতায় জ্বলছে মনিপুর ‘মোদি শুধু চেয়ার রক্ষার কথাই ভাবেন’

আবার জ্বলছে মনিপুর। পাল্টাপাল্টি হামলা, অগ্নিসংযোগে উত্তাল হয়ে পড়েছে। শনিবারও রাজ্যের তিনজন মন্ত্রী, ছয়জন এমএলএ’র বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা হয়েছে। ফলে দু’দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডাটা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। জারি করেছে কারফিউ। এই অস্থিরতার জন্য ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে। বলেছেন, মোদি শুধু তার চেয়ার রক্ষা নিয়েই উদ্বিগ্ন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, রোববার মোদির সমালোচনা করে মল্লিকার্জুন বলেছেন, ক্ষমতাসীন দল ওই রাজ্যটিকে ইচ্ছেকৃতভাবে জ্বলতে দিচ্ছে। এর মধ্য দিয়ে ক্ষমতাসীনদের বিভক্তির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে। মনিপুরে চলমান এই অস্থিরতা সমাধান না করার কারণে প্রধানমন্ত্রী মোদিকে টার্গেট করেন তিনি। এক্সে দেয়া এক পোস্টে মল্লিকার্জুন খাড়গে বলেন, আপনার দুই ইঞ্জিনবিশিষ্ট সরকারের অধীনে মনিপুর ঐক্যবদ্ধ নেই। একই সঙ্গে মনিপুর নিরাপদও নয়। এ সময় তিনি ওই রাজ্যের জনগণের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। ২০২৩ সালের মে মাস থেকে এই রাজ্যে অকল্পনীয় মাত্রায় বেদনা, বিভক্তি এবং গা শিউরে ওঠা সহিংসতা চলছে। এর কোনো শেষ নেই। মল্লিকার্জুন বলেন, তিনি মনে করেন এসব মনিপুরের মানুষের ভবিষ্যতকে ধ্বংস করে দিচ্ছে। আমরা পুরো দায়িত্ব নিয়ে বলছি- পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিজেপি ইচ্ছেকৃতভাবে চায় মনিপুর জ্বলুক। এটা তাদের ঘৃণাপ্রসূত বিভক্তির রাজনীতিতে সুবিধা দেবে। কংগ্রেস প্রধান আরও বলেন, রাজ্যের জনগণ কখনো প্রধানমন্ত্রী মোদিকে ক্ষমা করবে না। তারা ভুলে যাবে না যে, তাদেরকে ফেলে গেছেন মোদি। তাদেরকে তাদের মতো করে ব্যবস্থা নিতে হবে। তিনি তাদের দুর্দশাকে সারিয়ে তুলতে এই রাজ্যে কখনো পা রাখবেন না। উল্লেখ্য, ৭ই নভেম্বর থেকে মনিপুরে ছড়িয়ে পড়া সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৭ জন। সেখান থেকে উত্তর-পূবাঞ্চলীয় রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ছে সহিংসতা। এসব দিকে ইঙ্গিত করে মল্লিকার্জুন খাড়গে ওই কথাগুলো বলেন। মনিপুরে যখন এই সহিংসতা চলছে তখন ‘বিশ্ব ভ্রমণে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র নিন্দা জানান মল্লিকার্জুন খাড়গে। এক্ষেত্রে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা’র উল্লেখ করেন। মল্লিকার্জুন বলেন, মনিপুরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে তিনি ভারত জোড়ো যাত্রা করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদি বিশ্বজুড়ে সফর করছেন। তিনি জাতির ব্যাপারে উদ্বিগ্ন নন। শুধু নির্বাচনী প্রচারণা এবং চেয়ার রক্ষার বিষয়ে তিনি উদ্বিগ্ন। কংগ্রেসকে মহারাষ্ট্রে অবমাননা করেছেন প্রধানমন্ত্রী মোদি। ওদিকে মনিপুরে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি ওই রাজ্যে চলমান সংঘাতকে গভীর হতাশার বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মোদির প্রতি আহ্বান জানান মনিপুর সফরে যেতে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে। এক্সে রাহুল লিখেছেন, বিভক্তি ও দুর্ভোগের কমপক্ষে এক বছর পরে প্রতিজন ভারতীয়ের মধ্যে আশা দেখা দিয়েছে যে- পুনরেকত্রীকরণের জন্য প্রতিটি প্রচেষ্টা কেন্দ্রীয় ও রাজ্য সরকার একসঙ্গে করবে।

সাম্প্রতিক সময়ে মনিপুরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ৬ জন ব্যক্তি নিখোঁজ হন। তারপর তাদের তিনজনের মৃতদেহ উদ্ধার হয় একটি নদী থেকে। এর ফলে ভয়াবহ প্রতিবাদ বিক্ষোভ হয় সেখানে। বিক্ষুব্ধ জনতা রাজ্যের তিনজন মন্ত্রীর বাসভবনে হামলা করে শনিবার। হামলা হয় ৬ জন এমএলএ’র বাড়িতে। এর ফলে অনির্দিষ্টকালের জন্য ৫টি জেলায় কারফিউ জারি করে সরকার। রাজ্যের বিভিন্ন অংশে ইন্টারনেট বন্ধ করে দেয়। বিক্ষুব্ধরা বেশ কিছু আইনপ্রণেতার বাড়ি তছনছ করে দেয় ইম্ফলে। এর মধ্যে আছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের জামাই। বাড়িঘরে থাকা সহায় সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ জনতাকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা রক্ষাকারীরা।

mzamin

No comments

Powered by Blogger.