ট্রাম্পের বাসভবন পাহারা দিচ্ছে রোবট কুকুর ‘স্পট’

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে প্রহরায় নিয়োজিত একটি কুকুর। নাম তার ‘স্পট’। আসলে সে বাস্তব কুকুর নয়। রোবট কুকুর। সাধারণত সিক্রেট সার্ভিসের সদস্যরা এই নিরাপত্তার দায়িত্বে থাকেন। কিন্তু সেই দায়িত্ব পালন করছে রোবট কুকুর স্পট। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, স্পটকে প্রস্তুত করেছে বোস্টন ডায়নামিকস নামের একটি প্রতিষ্ঠান। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসে সর্বাধুনিক ও উৎকৃষ্ট মানের প্রযুক্তি যুক্ত হয়েছে। তার সর্বশেষটি হলো এই রোবট কুকুর। ফ্লোরিডার পাম বিচে অবস্থিত নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবকাশ যাপন। তিনি প্রথম দফা ক্ষমতার মেয়াদ শেষে এই বাড়িতেই উঠেছেন। এর চত্বরে প্রহরা দিতে দেখা গেছে স্পট’কে। এমন বেশ কিছু কুকুর এই প্রহরা দিচ্ছে। তাদের কাছে কোনো অস্ত্র নেই। তারা কি কাজ করবে তা আগে থেকেই প্রোগ্রামিং করা। প্রতিটি স্পট’কে নিয়ন্ত্রণ করা যাবে রিমোট দিয়ে অথবা স্বয়ংক্রিয়ভাবে। বাড়িটির পাশ দিয়ে যেসব পথচারী উৎসুক জনতা পাড়ি জমাচ্ছেন তাদেরকে একটি চিহ্ন সতর্ক করে দিচ্ছে। স্পটের পায়ে লেখা আছে- ‘ডু নট পেট’। মেনলো কলেজের রাষ্ট্রবিজ্ঞানী মেলিসা মাইকেলসন বলেন, এসব রোবট কুকুরকে কেউ পোষ মানানে চায় কিনা তা জানি না। কারণ, কুকুরগুলো ফুটফুটে নয়। ট্রাম্পের বিশাল এই সম্পত্তিতে টহলের কাজে নিয়োজিত স্পটের কাছাকাছি আসা লোকজনকে সতর্ক করা হয়েছে। মার-এ-লাগোতে টহল দেয়ার সময় একটি স্পটের ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। তা দেখে একেক জন মানুষ একেক রকম মন্তব্য করছেন। কেউ বলছেন কুকুরটি শান্ত। কেউ বলছেন চতুর। কেউ বলছেন ভয়ঙ্কর। গভীর রাতে টেলিভিশনের পর্যায় মার্কিনিদের হাসির খোরাক হচ্ছে স্পট। উল্লেখ্য, এবার নির্বাচনী প্রচারণাকালে দু’বার হামলার শিকার হয়েছেন ট্রাম্প। ফলে তাকে নিরাপত্তা দেয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন সিক্রেট সার্ভিসের যোগাযোগ বিষয়ক প্রধান অ্যান্থনি গুগলিয়েলমি। এসব বিষয়ে জানতে বিবিসি সিক্রেট সার্ভিসের কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চায়। কিন্তু প্রাকটিক্যাল নিরাপত্তায় উদ্বেগ থাকায় তারা এর উত্তর দেয়নি। কবে থেকে স্পট ওই বাড়িতে দায়িত্ব পালন করছে, তাও জানায়নি তারা। একইভাবে সুনির্দিষ্ট প্রশ্ন এড়িয়ে গেছে বোস্টন ডায়নামিকসও। তারা জানিয়েছে, তাদের তৈরি রোবট কুকুর ‘স্পট’ নিরাপত্তার কাজে ব্যবহার করছে সিক্রেট সার্ভিস। রন উইলিয়ামস একসময় সিক্রেট সার্ভিসের এজেন্ট ছিলেন। বর্তমানে তিনি নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনার প্রতিষ্ঠান টালোন কোম্পানিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। রন উইলিয়ামস বলেন, ট্রাম্পের ওপর হামলার ঘটনা সিক্রেট সার্ভিসের নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তি হালনাগাদ করার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এনেছে। যাতে আগেভাগে ঝুঁকি শনাক্ত ও তা প্রতিরোধ করা সম্ভব হয়। তার মতে, মার-এ-লাগো এত বিশাল এলাকাজুড়ে যে, সেখানে মানুষের একার পক্ষে টহল দেয়া তুলনামূলক কঠিন। এর বিপরীতে রোবট কুকুর অনেক বেশি এলাকাজুড়ে পাহারা দিতে সক্ষম। তবে শুধু সিক্রেট সার্ভিস একাই নয়, বরং বিশ্বজুড়ে সামরিক বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিরাপত্তার কাজে রোবট কুকুরের ব্যবহার ক্রমেই বাড়াচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, নিউইয়র্কের পুলিশ বিভাগ গত বছর নিজেদের নিরাপত্তা দলে রোবট কুকুর যুক্ত করেছে। অন্যদিকে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে চলমান যুদ্ধে নিজেদের অবস্থান পুনরুদ্ধারে রোবট কুকুর ব্যবহার করছে ইউক্রেন।
mzamin

No comments

Powered by Blogger.