ট্রাম্প জেতার পরে হতাশ মাস্কের রূপান্তরকামী সন্তান

আমেরিকায় নিজের কোনও ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না তিনি। ডনাল্ড ট্রাম্পের মার্কিন নির্বাচনে জয়লাভের পর একথা জানিয়েছেন ধনকুবের ইলন মাস্কের রূপান্তরকামী সন্তান ভিভিয়ান উইলসন। মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন হতাশ ভিভিয়ান। তার জন্ম সংশাপত্রে লিঙ্গের জায়গায় পুরুষ উল্লেখ করা হলেও, তিনি লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছেন। আলেকজান্ডার মাস্ক থেকে হয়েছেন ভিভিয়ান উইলসন।  সর্বোপরি, বাবা ইলন মাস্কের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। নিজের চিন্তাভাবনা ভাগ করার জন্য মেটায় ভিভিয়ান লেখেন, আমি কিছুদিন ধরেই এটা ভাবছিলাম। কিন্তু এখন আমি নিশ্চিত। মার্কিন যুক্তরাষ্ট্রে আমি আমার ভবিষ্যত দেখতে পাচ্ছি না।'

তিনি আরও লেখেন, ‘ডনাল্ড ট্রাম্প যদিও মাত্র চার বছরের জন্য ক্ষমতায় আছেন, তবে এর মধ্যে রূপান্তরকামী-বিরোধী আইনের বদল আসবে না। কারণ যারা স্বেচ্ছায় তাকে ভোট দিয়েছেন তারা এই বিষয়েও সহমত হবেন তার সঙ্গে।’

ভিভিয়ান আমেরিকা ছাড়ার কথা লিখতেই টুইটারে তার পাল্টা জবাবও দেন মাস্ক। লেখেন, 'জাগ্রত হওয়ার পরে আমার ছেলে মৃত।' সেই স্ক্রিনশট আবার শেয়ার করেন ভিভিয়ান। লেখেন, 'আপনি এখনও কান্নাকাটির গল্প ফেঁদে যাচ্ছেন যে কীভাবে আমি 'সংক্রামিত' হয়েছি। এই জন্যই সবাই আমায় ঘৃণা করে। দয়া করে এটা করবেন না... আমি সবসময়ই আক্রান্ত হয়ে থেকে গেছি।আপনি আসলে হতাশ, কারণ দিনের শেষে আপনার চারপাশে থাকা সবাই জানে যে আপনি আদতে পাগল এবং সবসময় অন্যকে নিজের মর্জিমতো নিয়ন্ত্রণ করতে চান। আপনি ৩৮ বছর ধরেও পরিণত হননি। তাতে আমার কিছু যায় আসে না।' মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সন্তান ভিভিয়ান। তিনি আইনত ২০২২ সালে তার নাম পরিবর্তন করেন। তার বিলিয়নিয়ার বাবা তার সিদ্ধান্তের জন্য বারবার ‘ওক মাইন্ড ভাইরাস’ কে দায়ী করেছেন এবং বলেছেন যে তার সন্তান তার কাছে ‘মৃত’। অন্যদিকে ভিভিয়ান তার বাবাকে  ‘নিষ্ঠুর’ বলে বর্ণনা করেছেন।  

সূত্র : এনডিটিভি

mzamin

No comments

Powered by Blogger.