'আ'লীগের সার্চ কমিটির ইসি সরকারের মেয়াদই বাড়াবে'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'আওয়ামী লীগের সার্চ কমিটি দিয়ে যে নির্বাচন কমিশন (ইসি) গঠন হবে, তারা শুধু বর্তমান সরকারের মেয়াদই বৃদ্ধি করবে।' সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে সদ্য ঘোষিত ঢাকা জেলা বিএনপির (আংশিক কমিটি) পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গয়েশ্বর দাবি করেন, 'নির্বাচন কমিশন গঠনে যারা সার্চ কমিটি গঠন করবে তারা আওয়ামী লীগ। যাদের কমিশনে নিয়োগ দেয়া হবে তারাও হবে আওয়ামী লীগের।' তিনি অভিযোগ করেন, 'নির্বাচন কমিশন গঠনের নামে লোক দেখানো সার্চ কমিটি গঠন করা হচ্ছে। এরা ৫ জানুয়ারির চেয়ে একটি জঘন্য নির্বাচন করে বর্তমান সরকারের শুধু মেয়াদ বৃদ্ধি করবে।'
প্রায় ২৪ বছর পর ঢাকা জেলার কমিটি গঠিত হয়েছে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এ কমিটি দিয়েছেন। আমি বিশ্বাস করি, সবাই সহযোগিতা করলে এ কমিটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা পূরণ করতে পারবে।' তিনি বলেন, এটা নতুন কমিটির প্রথম সভা। এ সভায় আগের ও বর্তমান কমিটির অনেকে উপস্থিত হতে পারেননি। আরও সভা হবে। সবাই এ কমিটিকে শর্তহীন ও স্বার্থহীনভাবে সহযোগিতা করলে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হতে পারবে। হারানো গণতন্ত্রও পুনরুদ্ধার হবে। পরিচিতি সভায় ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্ব এতে অন্যদের বক্তব্য রাখেন- জেলার সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পল, কেন্দ্রীয় নেতা নিপুন রায় চৌধুরী প্রমুখ।
প্রায় ২৪ বছর পর ঢাকা জেলার কমিটি গঠিত হয়েছে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এ কমিটি দিয়েছেন। আমি বিশ্বাস করি, সবাই সহযোগিতা করলে এ কমিটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা পূরণ করতে পারবে।' তিনি বলেন, এটা নতুন কমিটির প্রথম সভা। এ সভায় আগের ও বর্তমান কমিটির অনেকে উপস্থিত হতে পারেননি। আরও সভা হবে। সবাই এ কমিটিকে শর্তহীন ও স্বার্থহীনভাবে সহযোগিতা করলে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হতে পারবে। হারানো গণতন্ত্রও পুনরুদ্ধার হবে। পরিচিতি সভায় ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্ব এতে অন্যদের বক্তব্য রাখেন- জেলার সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পল, কেন্দ্রীয় নেতা নিপুন রায় চৌধুরী প্রমুখ।
No comments