মা-মেয়ের পর ছেলেসহ সাবেক আমলার আত্মহত্যা
![]() |
বিকে বানসাল |
ছেলেসহ আত্মহত্যা করেছেন সালবিকে বান। ভারতের সাবেক এই আমলার বিরুদ্ধে দুর্নীতি মামলা ছিল বলে খবর দিয়েছে এনডিটিভি। মঙ্গলবার সকালে দিল্লির বাড়ি থেকে ২৫ বছর বয়সী ছেলের সঙ্গে একটি 'সুইসাইড' নোটসহ বানসালের লাশ উদ্ধার করেছে পুলিশ। চলতি বছরের জুলাইয়ে বানসালের স্ত্রী সত্যবালা বানসাল (৫৮) এবং মেয়ে নেহা (২৭) নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। সে সময়ে তারা সিবিআই'র অভিযানের সময়ে নিজেদের অপদস্তের বর্ণনা দিয়ে সুইসাইড নোট লিখে যান।
এ ঘটনায় বানসালেল ছেলেকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল। মা-মেয়ের মৃত্যুর দু'দিন আগে ১৭ জুলাই দুর্নীতির মামলায় বিকে বানসালকে সিবিআই গ্রেফতার করে। পরে আগস্টে তিনি জামিন মুক্তি পান। বিকে বানসাল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজি ছিলেন। তদন্তে সিবিআই তার বিরুদ্ধে মুম্বাইয়ের একটি ফার্মেসি কোম্পানির কাছ থেকে ২০ লাখ রুপি দাবি করে ৯ লাখ ঘুষ নেয়ার প্রমাণ পেয়ে মামলা করে। এছাড়া সিবিআই তার বাড়িতে অভিযান চালিয়ে সে সময় নগদ ৬০ লাখ রুপি, ২০টি সম্পত্তির কাগজপত্র এবং ৬০টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য জব্দ করে।
No comments