ও লেভেলে মালালার এ
পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই এবার ও লেভেলের স্কুল-সমাপনী পরীক্ষাতে ‘এ’ পেয়েছেন। তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই এক টুইটার বার্তায় এ সংবাদ নিশ্চিত করেন। জিয়াউদ্দিন বলেন, মালালা ছয় বিষয়ে ‘এ’ প্লাস এবং চার বিষয়ে ‘এ’ পেয়েছে। আমি ও আমার স্ত্রী তুর পেকাই তার এ ফলাফলে গর্বিত। গণিত,
প্রাণিবিজ্ঞান, রসায়ন, পদার্থ ও ধর্মীয় শিক্ষায় ‘এ’ প্লাস রয়েছে তার। এছাড়া ‘এ’ পেয়েছে ইতিহাস, ভূগোল, ইংরেজি ভাষা ও ইংরেজি সাহিত্যে। ১৮ বছর বয়সী এ নারীশিক্ষাকর্মী যুক্তরাজ্যের বার্মিংহামের এজবাস্টন স্কুল থেকে এ বছর স্কুল-সমাপনী পরীক্ষা দেন। গত বছর সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন মালালা।
No comments