গ্রিসে নতুন দলের উত্থান
গ্রিসের ক্ষমতাসীন রাজনৈতিক জোটের প্রধান শরিক সিরিজা পার্টি ভেঙে গেছে এবং ভগ্নাংশ নিয়ে জন্ম হয়েছে নতুন আরেকটি রাজনৈতিক দলের। নতুন এ রাজনৈতিক দলের নাম লেইকি আনোতিতা। সিরিজা পার্টি থেকে নাম কাটানো ২৫ নেতা এ রাজনৈতিক দলের পত্তন করেছেন। নতুন বছরে গ্রিসের ক্ষমতায় আসার পর থেকে আলোচনার তুঙ্গে ছিল সিরিজা পার্টি। গ্রিসে কোনো সমাজতন্ত্রী রাজনৈতিক দলের সর্বাপেক্ষা বৃহৎ রাজনৈতিক বিজয় ছিল এটি। বেইল-আউট সংক্রান্ত জটিলতায় দেশের ক্রান্তিলগ্নে সিরিজা-প্রধান অ্যালেক্সিস সিপ্রাস, যিনি ছিলেন দেশটির প্রধানমন্ত্রী। সর্বতভাবে হাল ধরতে সচেষ্ট হনÑ সচেতন মহলের অভিমত। সর্বশেষ তথ্য বলছে, তিনি বৃহস্পতিবার ‘২০ সেপ্টম্বের’ আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। যার অর্থ, মন্ত্রিসভা বাতিল হয়ে পড়ায় শিগগিরই নতুন আরেকটি জাতীয় নির্বাচন প্রত্যক্ষ করতে যাচ্ছে গ্রিস। ২৫ নেতা ও তাদের সমর্থকদের নিয়ে আলাদা হয়ে পড়া নতুন রাজনৈতিক দল লেইকি আনোতিতার নেতৃত্ব দেবেন পানাজিওতিস লাফাজানিস। তিনি সিপ্রাস সরকারের বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন। সর্বশেষ বেইল-আউটে সিপ্রাস-প্রশাসনের নমনীয় নীতির বিরুদ্ধে ছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল,
সংসদীয় স্পিকার জো কন্সতান্তোপুলো এবং সাবেক অর্থমন্ত্রী জেনিস ভারুফাকিসও ‘বিদ্রোহী’ নেতাদের তালিকায় থাকবেন। বিশেষ করে ভারুফাকিসের শেষ দিনগুলো সিপ্রাসের সঙ্গে মোটেও সুখকর ছিল না বলেই মনে করেন সংশ্লিষ্ট বোদ্ধারা। কিন্তু জল্পনা-কল্পনাকারীদের অনুমান ভুল প্রমাণ করে তারা দু’জন যোগ দেননি লেইকি আনোতিতায়। সরকার গঠনের চেষ্টায় ভ্যাঞ্জেলিস : প্রধানমন্ত্রীর পদ থেকে অ্যালেক্সিস সিপ্রাসের পদত্যাগের পর গ্রিসের প্রধান বিরোধী দল কনজারভেটিভ নিউ ডেমোক্রেটিক পার্টি (সিএনডিপি) নেতা ভ্যাঞ্জেলিস মেইমারাকিস নতুন সরকার গঠনের চেষ্টা করছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, প্রেসিডেন্ট প্রোকোপিস পাবলোপৌলসের সঙ্গে সাক্ষাৎ করবেন সিএনডিপি নেতা ভ্যাঞ্জেলিস মেইমারাকিস। এই সাক্ষাতে তিনি নতুন সরকার গঠনের ব্যাপারে আলোচনা করবেন। সূত্রের বরাত দিয়ে খবরে জানানো হয়, নতুন সরকার গঠনে ভ্যাঞ্জলিসকে তিন দিনের সময় বেঁধে দেয়া হতে পারে। তবে সমালোচকরা বলছেন, নতুন সরকার গঠনে ভ্যাঞ্জেলিসের ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ সংসদে অন্য দলগুলোর মধ্যে তার সমর্থন খুব একটা বেশি নয়।
No comments