৫৩ সেকেন্ডেই ডুবে যায় পিনাক-৬
ঈদ ছুটি শেষে সবাই যাত্রা করেছিল নিজ
গন্তব্যে। ঘুরেফিরে আলোচনায় ঈদ নিয়ে নানা মজার স্মৃতি। কিন্তু এই
হাসি-আনন্দ এভাবে মিলিয়ে যাবে পিনাক ৬-এর যাত্রীদের কারও জানা ছিল না।
মাত্র ৫৩ সেকেন্ডেই মিলিয়ে গেল লঞ্চটি। চারদিকে বাঁচাও বাঁচাও বলে অসংখ্য
মানুষের আহাজারি, চিৎকার। এক সময় ভরা নদীতে তলিয়ে যায় পিনাক-৬। দুর্ঘটনার
কবলে পড়ে গতকাল দুপুরে কাওড়াকান্দি থেকে মাওয়া যাওয়ার পথে তিন শ’রও অধিক
যাত্রী নিয়ে পিনাক-৬ লঞ্চটি ডুবে যায়। লঞ্চের উদ্ধার পাওয়া এক যাত্রী
জানান, কাওড়াকান্দি থেকে মাওয়ার কাছে আসার পর হঠাৎ করে লঞ্চটি একদিকে কাত
হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়। উদ্ধার পাওয়া আরেক যাত্রী
জানান, অতিরিক্ত লোক নেয়ায় উত্তাল নদীতে লঞ্চটি ডুবে যায়। লঞ্চডুবির সময়
পাশ দিয়ে যাওয়া একটি ফেরি থেকে মোবাইল ফোনের মাধ্যমে একজন দৃশ্যটি ধারণ
করেন। পরে সেই ভিডিওটি গণমাধ্যমকর্মীদের হাতে আসে। মাওয়া-কাওড়াকান্দি নৌপথে
মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের কাছে ডুবে যাওয়া পিনাক-৬ মোবাইলের ভিডিও ফুটেজে
দেখা যায় ৫৩ সেকেন্ডেই ধীরে ধীরে নদীর গভীরে লঞ্চটি তলিয়ে যায়। প্রথমে
লঞ্চটি কাত হয়, তারপর আরও কাত এবং একসময় তা ডুবতে থাকে। আর নদীর এপার-ওপারে
তখন কেবলই ‘আল্লাহ, আল্লাহ’ বলে চিৎকার করছিল শ’ শ’ মানুষ।
পিনাক-৬ ডুবাডুবে যাওয়ার দৃশ্য
No comments