উয়েফার কাছে আর্সেনালের আপিল
উয়েফার কাছে আপিল করেছে আর্সেনাল। কোচ আর্সেন ওয়েঙ্গারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা স্থগিত করতেই গতকাল আপিল করেছে ইংলিশ ক্লাবটি।
আজই ইতালিয়ান ক্লাব উদিনেসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের গুরুত্বপূর্ণ খেলা গানারদের। আর এই ম্যাচে যাতে ডাগ আউটে বসতে পারেন, সে জন্যই করা হয়েছে আপিল। এখন পর্যন্ত যে অবস্থা, তাতে ডাগ আউটে থাকতে পারার কথা নয় ওয়েঙ্গারের।
গত সোমবার উয়েফার নিষেধাজ্ঞা আইন অমান্য করার কারণেই আরও দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ওয়েঙ্গারের ওপর। আর্সেনালের মুখপাত্র মার্ক গোনেলা কাল ব্যাখ্যা করেছেন আপিলের কারণ, ‘আর্সেনাল ও উয়েফার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের বলা হয়েছিল, ম্যানেজার সহকারীকে নির্দেশনা দিতে পারবে। তাই সে ফোনে কথা বলেছে। আর এখন বলা হচ্ছে, কাজটা আইনবিরুদ্ধ হয়েছে। তাই এই আপিল।
আজই ইতালিয়ান ক্লাব উদিনেসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের গুরুত্বপূর্ণ খেলা গানারদের। আর এই ম্যাচে যাতে ডাগ আউটে বসতে পারেন, সে জন্যই করা হয়েছে আপিল। এখন পর্যন্ত যে অবস্থা, তাতে ডাগ আউটে থাকতে পারার কথা নয় ওয়েঙ্গারের।
গত সোমবার উয়েফার নিষেধাজ্ঞা আইন অমান্য করার কারণেই আরও দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ওয়েঙ্গারের ওপর। আর্সেনালের মুখপাত্র মার্ক গোনেলা কাল ব্যাখ্যা করেছেন আপিলের কারণ, ‘আর্সেনাল ও উয়েফার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের বলা হয়েছিল, ম্যানেজার সহকারীকে নির্দেশনা দিতে পারবে। তাই সে ফোনে কথা বলেছে। আর এখন বলা হচ্ছে, কাজটা আইনবিরুদ্ধ হয়েছে। তাই এই আপিল।
No comments