চূড়ান্ত জয়ের আগেই স্বীকৃতি
গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে এখনো চূড়ান্ত জয়ী হয়নি লিবিয়ার বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি)। এর আগেই আরব লিগ, মিসর, মরক্কো ও ফিলিস্তিনসহ বিভিন্ন আরব দেশ তাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
অন্যদিকে মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা ছেড়ে দিতে খোলামেলা আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তিনি জয়ের আনন্দে উদ্ভাসিত বিদ্রোহীদের সতর্ক করে বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি।
প্রেসিডেন্ট ওবামা বলেন, এটা এখন পরিষ্কার যে লিবিয়ায় গাদ্দাফি যুগ একেবারে শেষ প্রান্তে এসে ঠেকেছে এবং লিবিয়ার ভবিষ্যৎ এখন ওই দেশের জনগণের হাতে।
লিবিয়ার সংকটে মার্কিন ভূমিকা নিয়ে দেশের রাজনীতিকদের সমালোচনার মুখে পড়া প্রেসিডেন্ট ওবামা লিবিয়ার জনগণকে আশ্বস্ত করে বলেন, ওয়াশিংটন লিবিয়ার জনগণের পাশে বন্ধু ও সহযোগী হয়ে থাকবে।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানী ত্রিপোলিতে অব্যাহত যুদ্ধ সত্ত্বেও ওবামা লিবিয়া-সংকট নিয়ে তাঁর অবস্থানে অত্যন্ত সতর্ক ছিলেন। তিনি বলেন, লিবিয়ার অবস্থা এখনো অস্থির। সেখানে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে। গাদ্দাফির অনুগত বাহিনী এখনো সেখানে বড় ধরনের হুমকি।
ইউরোপীয় ইউনিয়ন, আরব লিগ ও আফ্রিকান ইউনিয়নের সমন্বয়ে চলতি সপ্তাহে নিউইয়র্কে বিশেষ লিবিয়া সম্মেলনের ঘোষণা দিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন দ্রুত সংঘাত পরিহার করে ক্ষমতা পরিবর্তনের পথ মসৃণ করতে গাদ্দাফির অনুগত বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। বান কি মুন বলেন, এটা আশাব্যঞ্জক মুহূর্ত, তবে সামনে এখনো অনেক ঝুঁকি রয়েছে।
এদিকে লিবিয়ার বিদ্রোহীদের সংগঠন এনটিসিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে গত সোমবার এক বিবৃতি দিয়েছে আরব দেশগুলোর সংগঠন আরব লিগ। বিবৃতিতে বলা হয়, এনটিসির নেতৃত্বে চলমান সব ধরনের প্রচেষ্টার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন আরব লিগের প্রধান নাবিল আল আরাবি।
দেশজুড়ে অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে বিরোধীদের ওপর গাদ্দাফি বাহিনীর দমন-নিপীড়ন শুরু হলে লিবিয়ার সদস্যপদ স্থগিত করে আরব লিগ। এ ছাড়া সংগঠনটি লিবিয়ায় নো ফ্লাই জোন প্রতিষ্ঠায় পশ্চিমাদের ঘোষণার প্রতিও সমর্থন জানায়।
এ ছাড়া লিবিয়ার নতুন নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ কামেল আমর এক বিবৃতিতে বলেন, লিবিয়ার এনটিসিকে দেশটির বৈধ নেতৃত্ব হিসেবে মিসর স্বীকৃতি দিচ্ছে। এমন একসময় মিসরের পররাষ্ট্রমন্ত্রীর এ ঘোষণা এল, যখন আরব লিগে লিবিয়ার স্থায়ী প্রতিনিধিত্ব বিদ্রোহীদের সংগঠন এনটিসির কাছে হস্তান্তরের তোড়জোড় চলছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষও এনটিসিকে গত সোমবার স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ডব্লিউএএফএ। এ ছাড়া মরক্কো এনটিসিকে লিবিয়ার জনগণের ‘একমাত্র বৈধ কর্তৃপক্ষ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। চীনও গাদ্দাফির শাসন অবসানে লিবিয়ার জনগণের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। চীনা মুখপাত্র মা ঝাওসু এক বিবৃতিতে বলেন, ‘আমরা লিবিয়ার সাম্প্রতিক পরিবর্তন লক্ষ করেছি এবং আমরা লিবিয়ার জনগণের পছন্দকে সম্মান করি।
অন্যদিকে মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা ছেড়ে দিতে খোলামেলা আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তিনি জয়ের আনন্দে উদ্ভাসিত বিদ্রোহীদের সতর্ক করে বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি।
প্রেসিডেন্ট ওবামা বলেন, এটা এখন পরিষ্কার যে লিবিয়ায় গাদ্দাফি যুগ একেবারে শেষ প্রান্তে এসে ঠেকেছে এবং লিবিয়ার ভবিষ্যৎ এখন ওই দেশের জনগণের হাতে।
লিবিয়ার সংকটে মার্কিন ভূমিকা নিয়ে দেশের রাজনীতিকদের সমালোচনার মুখে পড়া প্রেসিডেন্ট ওবামা লিবিয়ার জনগণকে আশ্বস্ত করে বলেন, ওয়াশিংটন লিবিয়ার জনগণের পাশে বন্ধু ও সহযোগী হয়ে থাকবে।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানী ত্রিপোলিতে অব্যাহত যুদ্ধ সত্ত্বেও ওবামা লিবিয়া-সংকট নিয়ে তাঁর অবস্থানে অত্যন্ত সতর্ক ছিলেন। তিনি বলেন, লিবিয়ার অবস্থা এখনো অস্থির। সেখানে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে। গাদ্দাফির অনুগত বাহিনী এখনো সেখানে বড় ধরনের হুমকি।
ইউরোপীয় ইউনিয়ন, আরব লিগ ও আফ্রিকান ইউনিয়নের সমন্বয়ে চলতি সপ্তাহে নিউইয়র্কে বিশেষ লিবিয়া সম্মেলনের ঘোষণা দিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন দ্রুত সংঘাত পরিহার করে ক্ষমতা পরিবর্তনের পথ মসৃণ করতে গাদ্দাফির অনুগত বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। বান কি মুন বলেন, এটা আশাব্যঞ্জক মুহূর্ত, তবে সামনে এখনো অনেক ঝুঁকি রয়েছে।
এদিকে লিবিয়ার বিদ্রোহীদের সংগঠন এনটিসিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে গত সোমবার এক বিবৃতি দিয়েছে আরব দেশগুলোর সংগঠন আরব লিগ। বিবৃতিতে বলা হয়, এনটিসির নেতৃত্বে চলমান সব ধরনের প্রচেষ্টার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন আরব লিগের প্রধান নাবিল আল আরাবি।
দেশজুড়ে অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে বিরোধীদের ওপর গাদ্দাফি বাহিনীর দমন-নিপীড়ন শুরু হলে লিবিয়ার সদস্যপদ স্থগিত করে আরব লিগ। এ ছাড়া সংগঠনটি লিবিয়ায় নো ফ্লাই জোন প্রতিষ্ঠায় পশ্চিমাদের ঘোষণার প্রতিও সমর্থন জানায়।
এ ছাড়া লিবিয়ার নতুন নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ কামেল আমর এক বিবৃতিতে বলেন, লিবিয়ার এনটিসিকে দেশটির বৈধ নেতৃত্ব হিসেবে মিসর স্বীকৃতি দিচ্ছে। এমন একসময় মিসরের পররাষ্ট্রমন্ত্রীর এ ঘোষণা এল, যখন আরব লিগে লিবিয়ার স্থায়ী প্রতিনিধিত্ব বিদ্রোহীদের সংগঠন এনটিসির কাছে হস্তান্তরের তোড়জোড় চলছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষও এনটিসিকে গত সোমবার স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ডব্লিউএএফএ। এ ছাড়া মরক্কো এনটিসিকে লিবিয়ার জনগণের ‘একমাত্র বৈধ কর্তৃপক্ষ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। চীনও গাদ্দাফির শাসন অবসানে লিবিয়ার জনগণের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। চীনা মুখপাত্র মা ঝাওসু এক বিবৃতিতে বলেন, ‘আমরা লিবিয়ার সাম্প্রতিক পরিবর্তন লক্ষ করেছি এবং আমরা লিবিয়ার জনগণের পছন্দকে সম্মান করি।
No comments