পাকিস্তানে এক পুলিশ কমান্ডো অভিযুক্ত
পাকিস্তানের একটি আদালত গতকাল সোমবার পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরকে হত্যার ঘটনায় মুমতাজ কাদরি (২৬) নামে এক পুলিশ কমান্ডোকে অভিযুক্ত করেছেন।
কাদরির আইনজীবী রফিক খানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘বিচারক মামলার নথি পরীক্ষা করে জানিয়েছেন, আপাতদৃষ্টিতে মনে হয় কাদরিই হত্যা ও সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছেন।’ রফিক খান বলেন, ‘বিচারক অভিযোগপত্র পড়ে শুনিয়েছেন এবং কাদরিকে অভিযুক্ত করেছেন। এ ছাড়া আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।
পাকিস্তানের ব্লাসফেমি আইনের সংস্কারের পক্ষে কথা বলায় গত মাসে রাজধানী ইসলামাবাদে সালমান তাসির খুন হন। এ সময় কাদরি তাঁর দেহরক্ষীর দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনার পর কাদরি তাসিরকে গুলি করার কথা স্বীকার করেন।
কাদরির আইনজীবী রফিক খানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘বিচারক মামলার নথি পরীক্ষা করে জানিয়েছেন, আপাতদৃষ্টিতে মনে হয় কাদরিই হত্যা ও সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছেন।’ রফিক খান বলেন, ‘বিচারক অভিযোগপত্র পড়ে শুনিয়েছেন এবং কাদরিকে অভিযুক্ত করেছেন। এ ছাড়া আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।
পাকিস্তানের ব্লাসফেমি আইনের সংস্কারের পক্ষে কথা বলায় গত মাসে রাজধানী ইসলামাবাদে সালমান তাসির খুন হন। এ সময় কাদরি তাঁর দেহরক্ষীর দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনার পর কাদরি তাসিরকে গুলি করার কথা স্বীকার করেন।
No comments