প্লাস্টিকের হাঁস উদ্ধারে ২৫ কর্মীর জীবনবাজি
জার্মানির দক্ষিণাঞ্চলের শহর স্টবিংয়ের ঘটনা এটি। বরফে আচ্ছাদিত এক পুকুরে একটি হাঁস দেখে চমকে ওঠেন কয়েকজন পথচারী। ছোট্ট ওই প্রাণীটির জীবন সংকটাপন্ন ভেবে তাঁরা ৯৯৯ নম্বরে দমকলকর্মীদের কাছে ফোন করেন। ফোন পাওয়ামাত্র তড়িঘড়ি করে দমকলকর্মীরাও ছুটে আসেন।
২৫ জন উদ্ধারকর্মীর দলটি রীতিমতো জীবনবাজি রেখে বরফের পুকুরে নেমে হাঁসটিকে উদ্ধার করে আনার পর তাঁদের চোখ ছানাবড়া! এ কী? এটা তো প্লাস্টিকের হাঁস!
একজন উদ্ধারকর্মী বলেন, ‘আমরা যে খবরটি পেয়েছিলাম, তা অসম্পূর্ণ ছিল। খুঁজতে খুঁজতে আমরা হাঁসটিকে পুকুরের মাঝখানে পাই। বরফের স্তর খুব পুরু ছিল না। তাই উদ্ধারকাজটি ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ। হাঁসটি উদ্ধারের পর বুঝতে পারি এটি আসল নয়, প্লাস্টিকের তৈরি একটি হাঁস। পাখিরা যেন শোঁ করে উড়ে এসে মাছ খেয়ে যেতে না পারে, সে জন্য এই প্লাস্টিকের হাঁস পুকুরে রেখে দেওয়া হয়েছে।’
উদ্ধারকর্মীরা জানান, এই অভিযানে কেউ হতাহত হননি।
২৫ জন উদ্ধারকর্মীর দলটি রীতিমতো জীবনবাজি রেখে বরফের পুকুরে নেমে হাঁসটিকে উদ্ধার করে আনার পর তাঁদের চোখ ছানাবড়া! এ কী? এটা তো প্লাস্টিকের হাঁস!
একজন উদ্ধারকর্মী বলেন, ‘আমরা যে খবরটি পেয়েছিলাম, তা অসম্পূর্ণ ছিল। খুঁজতে খুঁজতে আমরা হাঁসটিকে পুকুরের মাঝখানে পাই। বরফের স্তর খুব পুরু ছিল না। তাই উদ্ধারকাজটি ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ। হাঁসটি উদ্ধারের পর বুঝতে পারি এটি আসল নয়, প্লাস্টিকের তৈরি একটি হাঁস। পাখিরা যেন শোঁ করে উড়ে এসে মাছ খেয়ে যেতে না পারে, সে জন্য এই প্লাস্টিকের হাঁস পুকুরে রেখে দেওয়া হয়েছে।’
উদ্ধারকর্মীরা জানান, এই অভিযানে কেউ হতাহত হননি।
No comments