দার্জিলিংয়ে জনমুক্তি মোর্চার আমরণ অনশন কর্মসূচি শুরু
পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং ভেঙে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে গতকাল সোমবার থেকে আন্দোলনকারী জনমুক্তি মোর্চা আমরণ অনশন শুরু করেছে। অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন জনমুক্তি মোর্চার পাঁচজন কর্মী।
একই সঙ্গে পাহাড়জুড়ে চলছে অনির্দিষ্টকালের বন্ধ্। গত মঙ্গলবার ডুয়ার্সের সিবচুতে পুলিশের গুলিতে জনমুক্তি মোর্চার তিন সমর্থকের মৃত্যুর প্রতিবাদে ওই দিন থেকে গোটা দার্জিলিংয়ে শুরু হয়েছে অনির্দিষ্টকালের বন্ধ্। এই বনেধর জেরে দার্জিলিংয়ের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ।
একই সঙ্গে পাহাড়জুড়ে চলছে অনির্দিষ্টকালের বন্ধ্। গত মঙ্গলবার ডুয়ার্সের সিবচুতে পুলিশের গুলিতে জনমুক্তি মোর্চার তিন সমর্থকের মৃত্যুর প্রতিবাদে ওই দিন থেকে গোটা দার্জিলিংয়ে শুরু হয়েছে অনির্দিষ্টকালের বন্ধ্। এই বনেধর জেরে দার্জিলিংয়ের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ।
No comments