আয়ারল্যান্ডে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ
আয়ারল্যান্ডে সাধারণ নির্বাচনে গতকাল শুক্রবার ভোট গ্রহণ করা হয়েছে। পার্লামেন্টের ১৬৫ আসনের বিপরীতে মোট ৫৬৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের পূর্ণাঙ্গ ফল পেতে আজ শনিবার রাত পর্যন্ত সময় লেগে যেতে পারে।
অর্থনৈতিক মন্দা কাটাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে গত নভেম্বরে সাড়ে ১১ হাজার কোটি ডলার প্যাকেজ ঋণ গ্রহণের পর দেশটিতে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে এই বিষয়টিই ভোটারদের মধ্যে প্রভাব ফেলছে বলে ধারণা বিশ্লেষকদের।
গতকাল স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। রাত ১০টা পর্যন্ত তা চলে। সারা দেশে ছয় হাজার বুথে ভোট গ্রহণ করা হয়। আজ সকাল নয়টায় ভোট গণনা শুরু হবে। রাত নাগাদ ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এটি হবে আয়ারল্যান্ডের ৩১তম পার্লামেন্ট। আগামী ৯ মার্চ এই পার্লামেন্ট অধিবেশন বসবে।
অর্থনৈতিক মন্দা কাটাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে গত নভেম্বরে সাড়ে ১১ হাজার কোটি ডলার প্যাকেজ ঋণ গ্রহণের পর দেশটিতে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে এই বিষয়টিই ভোটারদের মধ্যে প্রভাব ফেলছে বলে ধারণা বিশ্লেষকদের।
গতকাল স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। রাত ১০টা পর্যন্ত তা চলে। সারা দেশে ছয় হাজার বুথে ভোট গ্রহণ করা হয়। আজ সকাল নয়টায় ভোট গণনা শুরু হবে। রাত নাগাদ ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এটি হবে আয়ারল্যান্ডের ৩১তম পার্লামেন্ট। আগামী ৯ মার্চ এই পার্লামেন্ট অধিবেশন বসবে।
No comments