নিউজিল্যান্ডে এখনো ২০০ জন নিখোঁজ
নিউজিল্যান্ডে ভূমিকম্পের ঘটনায় এখনো ২০০ জন নিখোঁজ রয়েছে। এর মধ্যে একটি ধসে পড়া ভবনের নিচে কমপক্ষে ১২২ জন চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজিল্যান্ডের পুলিশ জানায়, ভূমিকম্পে নিহত ১১৩ জনের মধ্যে প্রথমবারের মতো চারজনের নামের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে দুজন পূর্ণবয়স্ক এবং পাঁচ ও নয় মাস বয়সী দুটি শিশু রয়েছে। গত বুধবারের পর ভূমিকম্পের ঘটনায় আর কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহত যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে তাঁরা হলো: জেইম রবার্ট ম্যাকডোয়েল গিলবার্ট (২২), জোসেফ টেহাউ পোহিও (৪০), বাক্সটার গোউল্যান্ড (পাঁচ মাস) ও জেয়দেন হারিস (নয় মাস)।
উদ্ধারকর্মীরা জানান, নিহত ব্যক্তিদের নামের তালিকা করার ক্ষেত্রে কঠোর সাবধানতা অবলম্বন করা হচ্ছে। ক্রাইস্টচার্চের করোনার সু জনসন পরিবারগুলোকে তাদের নিখোঁজ স্বজনদের শনাক্তকরণ চিহ্ন জানাতে অনুরোধ করেছেন। এতে উদ্ধারের পর তাদের শনাক্ত করা সম্ভব হবে।
নিউজিল্যান্ডের পুলিশ জানায়, ভূমিকম্পে নিহত ১১৩ জনের মধ্যে প্রথমবারের মতো চারজনের নামের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে দুজন পূর্ণবয়স্ক এবং পাঁচ ও নয় মাস বয়সী দুটি শিশু রয়েছে। গত বুধবারের পর ভূমিকম্পের ঘটনায় আর কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহত যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে তাঁরা হলো: জেইম রবার্ট ম্যাকডোয়েল গিলবার্ট (২২), জোসেফ টেহাউ পোহিও (৪০), বাক্সটার গোউল্যান্ড (পাঁচ মাস) ও জেয়দেন হারিস (নয় মাস)।
উদ্ধারকর্মীরা জানান, নিহত ব্যক্তিদের নামের তালিকা করার ক্ষেত্রে কঠোর সাবধানতা অবলম্বন করা হচ্ছে। ক্রাইস্টচার্চের করোনার সু জনসন পরিবারগুলোকে তাদের নিখোঁজ স্বজনদের শনাক্তকরণ চিহ্ন জানাতে অনুরোধ করেছেন। এতে উদ্ধারের পর তাদের শনাক্ত করা সম্ভব হবে।
No comments