ব্রিটিশদের ফিরিয়ে নিতে দেরি হওয়ায় ডেভিড ক্যামেরনের দুঃখ প্রকাশ
সরকারবিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠা লিবিয়ায় আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যাপারে সরকারি নির্দেশে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেন, লিবিয়া থেকে ব্রিটিশ নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সম্ভাব্য সব কিছুই করবে সরকার। দেশটিতে এখনো ২০০ জন ব্রিটিশ নাগরিক আটকা পড়ে আছেন।
ওমানের মাস্কট থেকে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, লিবিয়া থেকে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নিতে তাঁর সরকারের আরও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল। টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ক্যামেরন ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ যথাযথভাবে ও দ্রুততার সঙ্গে নেওয়া হয়নি বলে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্সকে জানিয়েছেন।
ওমানের মাস্কট থেকে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, লিবিয়া থেকে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নিতে তাঁর সরকারের আরও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল। টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ক্যামেরন ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ যথাযথভাবে ও দ্রুততার সঙ্গে নেওয়া হয়নি বলে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্সকে জানিয়েছেন।
No comments