দেশে দেশে প্রবাসী মিসরীয়দের বিক্ষোভ
মিসরের চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে স্লোগান দেন এবং তাঁর পদত্যাগ দাবি করেন।
তুরস্কের ইস্তাম্বুলে গত শুক্রবার জুমার নামাজের পর প্রায় ৪০০ বিক্ষোভকারী ফেইথ মসজিদের সামনে জড়ো হয়ে প্রেসিডেন্ট মোবারকের পদত্যাগ দাবি করেন। রাজধানী আঙ্কারায় মিসরের দূতাবাসের সামনে প্রায় ৫০ জন বিক্ষোভকারী জড়ো হয়ে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানান। এ সময় তাঁরা মোবারকের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
ব্রিটেনের রাজধানী লন্ডনেও মিসরের দূতাবাসের সামনে প্রায় অর্ধশত বিক্ষোভকারী জড়ো হয়ে মোবারকের পদত্যাগ দাবি করেন। এখানে বিক্ষোভে যোগ দেওয়া আবদুল্লাহ আলী আল-জাজিরা টেলিভিশনকে বলেন, তাঁরা মিসরে অবাধ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন চান।
তিউনিসিয়ার রাজধানী তিউনিসে অবস্থিত মিসরের দূতাবাসের সামনে প্রায় ৫০ জন বিক্ষোভকারী জড়ো হন। এ সময় তাঁরা ‘মোবারক বিদায় হও, আমরা রাজনৈতিক স্বাধীনতা চাই’ ইত্যাদি স্লোগান দেন। এ ছাড়া কাতারের রাজধানী দোহায়ও মিসরীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়েছে।
তুরস্কের ইস্তাম্বুলে গত শুক্রবার জুমার নামাজের পর প্রায় ৪০০ বিক্ষোভকারী ফেইথ মসজিদের সামনে জড়ো হয়ে প্রেসিডেন্ট মোবারকের পদত্যাগ দাবি করেন। রাজধানী আঙ্কারায় মিসরের দূতাবাসের সামনে প্রায় ৫০ জন বিক্ষোভকারী জড়ো হয়ে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানান। এ সময় তাঁরা মোবারকের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
ব্রিটেনের রাজধানী লন্ডনেও মিসরের দূতাবাসের সামনে প্রায় অর্ধশত বিক্ষোভকারী জড়ো হয়ে মোবারকের পদত্যাগ দাবি করেন। এখানে বিক্ষোভে যোগ দেওয়া আবদুল্লাহ আলী আল-জাজিরা টেলিভিশনকে বলেন, তাঁরা মিসরে অবাধ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন চান।
তিউনিসিয়ার রাজধানী তিউনিসে অবস্থিত মিসরের দূতাবাসের সামনে প্রায় ৫০ জন বিক্ষোভকারী জড়ো হন। এ সময় তাঁরা ‘মোবারক বিদায় হও, আমরা রাজনৈতিক স্বাধীনতা চাই’ ইত্যাদি স্লোগান দেন। এ ছাড়া কাতারের রাজধানী দোহায়ও মিসরীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়েছে।
No comments