ইংল্যান্ডের লক্ষ্য ২৫০ রান
সম্মিলিত দলীয় প্রচেষ্টার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে আজকের ম্যাচের অস্ট্রেলিয়ার স্কোরকার্ডটা। তরুন ইংলিশ পেসার ক্রিস ওয়াকসের অসাধারণ বোলিংয়ের সামনে বড় কোন পার্টনারশিপ গড়ে তুলতে পারেন নি অসি ব্যাটসম্যানরা। পঞ্চম উইকেটে ডেভিড হাসি আর মাইকেল ক্লার্কের সর্বোচ্চ জুটিটা ৬৫ রানের। কিন্তু তারপরও সবার ছোট ছোট অবদানের উপর ভর করে শেষপর্যন্ত ২৪৯ রান জমা হয়েছে অস্ট্রেলিয়ান স্কোরবোর্ডে। আর দীর্ঘদিন পর রানখরা কিছুটা হলেও কাটাতে পেরেছেন অস্ট্রেলিয়ার বদলি অধিনায়ক মাইকেল ক্লার্ক। দলীয় সর্বোচ্চ ৫৪ রানের ইনিংসটি এসেছে তাঁরই ব্যাট থেকে। ক্রিস ওয়াকস ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই ৪৫ রানের বিনিময়ে নিয়েছেন ছয়টি উইকেট।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ হয় নি অস্ট্রেলিয়ার। উদ্বোধনী জুটিতে শেন ওয়াটসন আর ব্রাড হাডিন যোগ করেছিলেন ৪৮ রান। কিন্তু ১৬ রান করে ওয়াটসন আউট হয়ে যাওয়ার পর মোটামোটি নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে অস্ট্রেলিয়ার। তবে আজকের অসি ইনিংসের ইতিবাচক দিকটা হলো আউট হওয়ার আগে প্রত্যেকেই সাধ্যমতো কিছু কিছু করে রান জমা দিয়েছেন স্কোরবোর্ডে। ওয়াটসন, শন মার্শ, ক্যামেরন হোয়াইট ও মিচেল জনসন— চারজনই করেছেন ১৬ রান। ব্রাড হাডিন আর ডেভিড হাসি পেরোতে পেরেছেন ত্রিশের কোটা। করেছেন যথাক্রমে ৩৭ ও ৩৪ রান। স্টিভেন স্মিথ অপরাজিত ছিলেন ২৪ রানে।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ হয় নি অস্ট্রেলিয়ার। উদ্বোধনী জুটিতে শেন ওয়াটসন আর ব্রাড হাডিন যোগ করেছিলেন ৪৮ রান। কিন্তু ১৬ রান করে ওয়াটসন আউট হয়ে যাওয়ার পর মোটামোটি নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে অস্ট্রেলিয়ার। তবে আজকের অসি ইনিংসের ইতিবাচক দিকটা হলো আউট হওয়ার আগে প্রত্যেকেই সাধ্যমতো কিছু কিছু করে রান জমা দিয়েছেন স্কোরবোর্ডে। ওয়াটসন, শন মার্শ, ক্যামেরন হোয়াইট ও মিচেল জনসন— চারজনই করেছেন ১৬ রান। ব্রাড হাডিন আর ডেভিড হাসি পেরোতে পেরেছেন ত্রিশের কোটা। করেছেন যথাক্রমে ৩৭ ও ৩৪ রান। স্টিভেন স্মিথ অপরাজিত ছিলেন ২৪ রানে।
No comments