শ্রীলঙ্কার ক্ষতির সিরিজ
বৃষ্টির কারণে গত ডিসেম্বরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ স্থগিত করে দেশে ফিরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওই সময় সিরিজ না হওয়ায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) কত ক্ষতি হয়েছে জানেন? এক লাখ ২০ হাজার ডলার!
এসএলসির প্রধান নির্বাহী অজিথ জয়াসেকেরা কাল বলেছেন, সম্প্রচার-স্বত্ব হিসেবে টেলিভিশন ফি বাবদ তাঁদের ক্ষতি প্রতি ম্যাচে ২৫ ডলার করে, ‘ম্যাচ হয়নি। আমরাও প্রতি ম্যাচ থেকে ফি পাইনি।’ ওই সিরিজের ক্ষতি পুষিয়ে দিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ আবারও শ্রীলঙ্কায়। কিন্তু তাতে এসএলসির ওই গচ্চা টাকা উঠে আসবে না।তা ছাড়া এবারের তিন ম্যাচের সিরিজটিও আর টেন স্পোর্টস সম্প্রচার করবে না। তাদের পরিবর্তে খেলাটি সরাসরি সম্প্রচার করবে শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন স্টেশন রুপাভাহিনি। যার অর্থ, শ্রীলঙ্কানদের বাইরে আন্তর্জাতিক অঙ্গনের দর্শকেরা সরাসরি খেলা দেখা থেকে বঞ্চিত হবে। আগে পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার বিশ্বকাপের দুটি ভেন্যুতে। এবার ৩১ জানুয়ারি, ৩ ও ৬ ফেব্রুয়ারি—তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।
এসএলসির প্রধান নির্বাহী অজিথ জয়াসেকেরা কাল বলেছেন, সম্প্রচার-স্বত্ব হিসেবে টেলিভিশন ফি বাবদ তাঁদের ক্ষতি প্রতি ম্যাচে ২৫ ডলার করে, ‘ম্যাচ হয়নি। আমরাও প্রতি ম্যাচ থেকে ফি পাইনি।’ ওই সিরিজের ক্ষতি পুষিয়ে দিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ আবারও শ্রীলঙ্কায়। কিন্তু তাতে এসএলসির ওই গচ্চা টাকা উঠে আসবে না।তা ছাড়া এবারের তিন ম্যাচের সিরিজটিও আর টেন স্পোর্টস সম্প্রচার করবে না। তাদের পরিবর্তে খেলাটি সরাসরি সম্প্রচার করবে শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন স্টেশন রুপাভাহিনি। যার অর্থ, শ্রীলঙ্কানদের বাইরে আন্তর্জাতিক অঙ্গনের দর্শকেরা সরাসরি খেলা দেখা থেকে বঞ্চিত হবে। আগে পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার বিশ্বকাপের দুটি ভেন্যুতে। এবার ৩১ জানুয়ারি, ৩ ও ৬ ফেব্রুয়ারি—তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।
No comments