সেই বিশ্বকাপের ফোরলানই
গত শুক্রবার ইউরোপিয়ান সুপার কাপে মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগের দুই চ্যাম্পিয়ন ইন্টার মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তাতে ‘বড়’ চ্যাম্পিয়নদের হারিয়ে উৎসব করেছে ‘ছোট্ট’ চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। তিন দিন পর দুই ভিন্ন লিগে নিজেদের সূচনা ম্যাচেও যেন অ্যাটলেটিকো-ইন্টার শিবিরে সেই একই দৃশ্যের চিত্রায়ণ। অ্যাটলেটিকো মাদ্রিদে আনন্দের বাজনা। ইন্টার পুড়ছে ড্রয়ের হতাশায়।
স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো স্পোর্টিং গিজনকে হারিয়েছে ৪-০ গোলে। অন্যদিকে সিরি ‘আ’র গত পাঁচবারের চ্যাম্পিয়ন ইন্টার গোলশূন্য ড্র করেছে বোলনিয়ার সঙ্গে।
অ্যাটলেটিকোর বড় জয়ে বড় ভূমিকা বিশ্বকাপে সোনার বল জেতা ডিয়েগো ফোরলানের। উরুগুয়েকে ৩০ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দিতে করেছিলেন পাঁচ গোল। দক্ষিণ আফ্রিকার সেই ফর্মটাই ধরে রেখে এ দিন দলের চার গোলের দুটিই করেছেন তিনি। বাকি গোল দুটি করেছেন হোসে জুরাদো ও এই সেদিন পর্তুগাল জাতীয় দল থেকে ‘অবসর’ নেওয়া সিমাও।
মাত্রই তিন দিন আগে ইন্টারের মতো ক্লাবকে হারিয়ে জিতেছে ইউরোপিয়ান সুপার কাপের শিরোপা। স্পোর্টিং গিজনের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচের শুরুতে সেই ট্রফিটার একটা প্রদর্শনী হয়ে গেল। বড় জয়ের পর সেই উৎসবের রেশ নিয়েই মাঠ ছেড়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকেরা।
ইতালিয়ান ফুটবলের একাধিপত্যের রাজত্ব কায়েম করা ইন্টারে এবার নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রাফায়েল বেনিতেজ। ইউরোপিয়ান সুপার কাপে হারের পর লিগের প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ানো—নতুন মৌসুমের দুটি প্রতিযোগিতামূলক ম্যাচেই ধাক্কা। গত মৌসুমে ইন্টারকে ‘ট্রেবল’ জেতানো মরিনহো বেনিতেজকে আরেকটি খোঁচা দিতেই পারেন!
স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো স্পোর্টিং গিজনকে হারিয়েছে ৪-০ গোলে। অন্যদিকে সিরি ‘আ’র গত পাঁচবারের চ্যাম্পিয়ন ইন্টার গোলশূন্য ড্র করেছে বোলনিয়ার সঙ্গে।
অ্যাটলেটিকোর বড় জয়ে বড় ভূমিকা বিশ্বকাপে সোনার বল জেতা ডিয়েগো ফোরলানের। উরুগুয়েকে ৩০ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দিতে করেছিলেন পাঁচ গোল। দক্ষিণ আফ্রিকার সেই ফর্মটাই ধরে রেখে এ দিন দলের চার গোলের দুটিই করেছেন তিনি। বাকি গোল দুটি করেছেন হোসে জুরাদো ও এই সেদিন পর্তুগাল জাতীয় দল থেকে ‘অবসর’ নেওয়া সিমাও।
মাত্রই তিন দিন আগে ইন্টারের মতো ক্লাবকে হারিয়ে জিতেছে ইউরোপিয়ান সুপার কাপের শিরোপা। স্পোর্টিং গিজনের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচের শুরুতে সেই ট্রফিটার একটা প্রদর্শনী হয়ে গেল। বড় জয়ের পর সেই উৎসবের রেশ নিয়েই মাঠ ছেড়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকেরা।
ইতালিয়ান ফুটবলের একাধিপত্যের রাজত্ব কায়েম করা ইন্টারে এবার নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রাফায়েল বেনিতেজ। ইউরোপিয়ান সুপার কাপে হারের পর লিগের প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ানো—নতুন মৌসুমের দুটি প্রতিযোগিতামূলক ম্যাচেই ধাক্কা। গত মৌসুমে ইন্টারকে ‘ট্রেবল’ জেতানো মরিনহো বেনিতেজকে আরেকটি খোঁচা দিতেই পারেন!
No comments