মিলানে মিললেন রবিনহো
ম্যানচেস্টার সিটি ছাড়ার চেষ্টা বেশ কিছু দিন ধরেই করছেন। নতুন গন্তব্যটাই কেবল স্থির হচ্ছিল না। অবশেষে আগামী চার বছরের জন্য রবিনহোর নতুন ঠিকানা হচ্ছে এসি মিলান। দেড় কোটি ইউরো খরচ করে এই ২৬ বছর বয়সীকে সই করাল ইতালির ক্লাবটি। কাল দলবদলের শেষ দিনে লন্ডন থেকে মিলানে উড়ে গেছেন রবিনহো। স্বাস্থ্য পরীক্ষাসহ আরও
কিছু আনুষ্ঠানিকতা সেরে চুক্তিও হয়ে গেছে। এদিকে গত বিশ্বকাপে নজরকাড়া আসামোয়া জিয়ানও চলে এলেন নতুন ক্লাবে। ১ কোটি ৫৭ লাখ ইউরো দিয়ে ঘানা স্ট্রাইকারকে কিনেছে সান্ডারল্যান্ড।
কিছু আনুষ্ঠানিকতা সেরে চুক্তিও হয়ে গেছে। এদিকে গত বিশ্বকাপে নজরকাড়া আসামোয়া জিয়ানও চলে এলেন নতুন ক্লাবে। ১ কোটি ৫৭ লাখ ইউরো দিয়ে ঘানা স্ট্রাইকারকে কিনেছে সান্ডারল্যান্ড।
No comments