ইরানের বিরুদ্ধে নতুন হামলার সম্ভাবনা ইসরাইলের ট্রাম্পকে ব্রিফ করতে চান নেতানিয়াহু
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলা নিয়ে অবহিত করার পরিকল্পনা করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির যেকোনো সম্প্রসারণ এমন হুমকি তৈরি করতে পারে। এ জন্য দ্রুত পদক্ষেপ প্রয়োজন হতে পারে। এ বার্তাই ট্রাম্পকে দিতে চান নেতানিয়াহু। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি কর্মকর্তারা আশঙ্কা করছেন যে, জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো আবার পুনর্গঠনের চেষ্টা করছে তেহরান। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর পুনরায় হামলার বিভিন্ন বিকল্প নিয়ে ট্রাম্পকে ব্রিফ করার প্রস্তুতিও নিচ্ছে ইসরাইল। এনবিসি নিউজের বরাতে জানা যায়, যদিও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের বিষয়টি উদ্বেগজনক, তবে ইসরাইলের দৃষ্টিতে আরও তাৎক্ষণিক হুমকি হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের উদ্যোগ। সূত্রগুলো জানিয়েছে, এ মাসের শেষদিকে ফ্লোরিডার মার-আ-লাগোতে ট্রাম্পের ব্যক্তিগত আবাসনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে নেতানিয়াহু ইরানের ক্রমবর্ধমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ইসরাইলের জন্য গুরুতর হুমকি হিসেবে তুলে ধরবেন এবং দাবি করবেন- এটি দ্রুত সামরিক পদক্ষেপের প্রয়োজন তৈরি করতে পারে। সূত্রদের মতে, নেতানিয়াহু যুক্তি দেবেন যে, ইরানের এসব কর্মকাণ্ড শুধু ইসরাইলের জন্য নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতিও হুমকি। ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালায়, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সম্পৃক্ততা বা সহায়তার বিভিন্ন বিকল্পও তিনি ট্রাম্পের সামনে তুলে ধরতে পারেন। এদিকে ২৯শে ডিসেম্বর নেতানিয়াহুর সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে এখনো কিছু ঠিক করিনি, তবে তিনি আমার সঙ্গে দেখা করতে চান। ইসরাইলি কর্মকর্তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে, ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকটি ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার সময়সূচি নির্ধারিত রয়েছে।

No comments