সালাউদ্দিন ও মুজাহিদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ‘আজ থেকেই দিনগণনা শুরু’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের দিন থেকে আসামিপক্ষ রিভিউয়ের (পুনর্বিবেচনা) জন্য ১৫ দিনের সময় পাবে। যেহেতু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ বুধবার মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মুজাহিদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে, সেহেতু আজ থেকেই রিভিউয়ের দিন গণনা শুরু হবে। রায় প্রকাশের পরই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের আরও বলেন, তবে রাষ্ট্রপক্ষ এ সময়ে বসে থাকবে না। তারা রায় কার্যকরের জন্য প্রস্তুতি শুরু করবে। আগামী ১লা নভেম্বর পর্যন্ত নিয়মিত বেঞ্চের ছুটি রয়েছে- সাংবাদিকরা এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, অবসরকালীন বেঞ্চ এ বিষয়ে নির্দেশ দিতে পারবেন।
No comments