মিয়ানমারে মুসলমানদের দোকান ও মসজিদে হামলা: নিহত ২
পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর মিয়ানমারে
ফের জাতিগত সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠছে। টানা দ্বিতীয় দিনের মতো গতকালও তা
অব্যাহত ছিল। এতে ২ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে সংখ্যালঘু
মুসলমান সম্প্রদায়ের একজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। শেষ খবর
পাওয়া পর্যন্ত ওই ব্যক্তির জানাজার প্রস্তুতি চলছিল। স্থানীয় বাসিন্দারা
বলছেন, ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশে মসজিদে যাওয়ার পথে দাঙ্গাবাজদের
হামলার শিকার হন ওই ব্যক্তি। রাস্তায় তার মৃতদেহ ফেলে রেখে চলে যায়
দুষ্কৃতকারীরা। নিহত অপর ব্যক্তি বৌদ্ধ সম্প্রদায়ের বলে প্রাথমিকভাবে জানা
গেছে। তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। বিভিন্ন সূত্রে পাওয়া খবরে
জানা গেছে, বৌদ্ধ ধর্মাবলম্বী দাঙ্গাবাজ কয়েক ব্যক্তি মোটরসাইকেলে
মান্দালয় শহরে ঢুকে মসজিদ ও মুসলমানদের দোকানপাট লক্ষ্য করে পাথর ছুঁড়তে
থাকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম এ
শহরটিতে গত মঙ্গলবার রাতে শুরু হওয়া এ সহিংসতা ছিল সবচেয়ে ভয়াবহ। এর আগে
অন্যান্য প্রদেশ ও শহরে বহু হামলা হলেও, মান্দালয় শহরে সহিংসতার মাত্রা ছিল
কম। বহু বছর ধরে শহরটিতে সম্প্রীতির সঙ্গেই বসবাস করছিল মুসলমান ও বৌদ্ধ
সম্প্রদায়ের অধিবাসীরা। সাম্প্রতিক এ ঘটনায় সেখানে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে
পড়েছে। ২০১২ সালে মিয়ানমারে জাতিগত সহিংসতা শুরু হয় এবং এ পর্যন্ত তাতে ২৮০
জন প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ৪০ হাজার মানুষ। মূলত,
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের ওপর
কট্টরপন্থী বৌদ্ধরা অধিকাংশ হামলাগুলো চালায়।
No comments