গাজায় পাল্টাপাল্টি হামলা
ফিলিস্তিনের হামাস বাহিনী মঙ্গলবার রাতে ইসরাইলের বিভিন্ন নগরীতে আরও রকেট নিক্ষেপ করেছে এবং ইসরাইল গাজা উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। ইসরাইল ও হামাসের মধ্যে বৈরিতা আরও ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে পাল্টাপাল্টি এ হামলার ঘটনা ঘটেছে। ইসরাইল বলেছে, রাতে দেশটির দক্ষিণাঞ্চলে চারটি রকেট আঘাত হেনেছে এবং বুধবার তেলআবিবে বেশ কয়েকটি রকেট ভূপাতিত করা হয়েছে। এদিকে রকেট হামলার জবাবে রাতেই গাজায় ১৬০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ২৯ ফিলিস্তিনি নিহত ও ৭০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে চার নারী ও তিন শিশু রয়েছে। হামাসের সশস্ত্র শাখা হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, সব ইসরাইলিই এখন তাদের লক্ষ্যবস্তু। ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, গাজায় ১১৮টি গোপন রকেট লাঞ্চার, হামাসের ১০টি কমান্ড এবং কন্ট্রোল সেন্টার ও ১০টি টানেল লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এ নিয়ে গত দুদিনে ইসরাইলের অপারেশন প্রোটেকটিভ এজ এর অংশ হিসেবে গাজায় ৪৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হল। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মধ্যরাতের আগে গাজা থেকে ছোড়া রকেট জেরুজালেমে এসে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। গাজার ১০০ কিলোমিটার উত্তরে হাদেরা শহরেও রকেট আঘাত হেনেছে।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, এ ধরনের হুমকি নিয়ে কোনো দেশ চলতে পারে না এবং কোনো দেশের পক্ষে এটা মানাও সম্ভব না। এ কারণে আমরা হামাস ও গাজায় অন্যান্য সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে অভিযান উল্লেখযোগ্য হারে বাড়িয়েছি। রকেট হামলা বন্ধে গাজায় স্থলবাহিনী পাঠানোর সতর্কবাণী করেছে ইসরাইল। দেশটির মন্ত্রিসভা ইতিমধ্যে প্রয়োজনে কমপক্ষে ৪০ হাজার রিজার্ভ সৈন্য মোতায়েনের অনুমোদন দিয়েছে। গাজার চারপাশে নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যে কয়েকশ রিজার্ভ সৈন্য মোতয়েন করা হয়েছে। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ইসরাইল সেনাদের বর্বর বিমান হামলার জবাবে তারা ইসরাইলের ভেতরে ১৩০টি রকেট ছুড়েছে। এর মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ৭০টি রকেট। ইসরাইলের রাজধানী তেলআবিব এবং আশকেলোনসহ বিভিন্ন শহরে হামাসের রকেট হামলার বিষয়ে সাইরেন বাজানো হয়। এ সময় এসব শহরের লোকজনকে ছুটাছুটি করতে দেখা গেছে। রকেট হামলায় অন্তত ৯ ইসরাইলি আহত হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে। এছাড়া, হামাসের কমান্ডো হামলায় ইসরাইলের যিকিম প্রশিক্ষণ ঘাঁটিতে এক সেনা নিহত হয়েছে। হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসসাম জানিয়েছে, তারা এসব হামলা চালিয়েছে। ইসরাইলের দুটি সামরিক ঘাঁটিতে রকেট হামলার দাবিও করেছে তারা। হামাসের মুখপাত্র আবু ওবেইদা বলেন, মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি লংঘন করেছে ইসরাইল।
No comments