আগামী ৩ বছর বিদ্যুতের দাম বাড়বে : অর্থমন্ত্রী

আগামী তিন বছর পর্যায়ক্রমে বিদ্যুতের দাম বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে তার এই দাবির বিরোধিতা করে প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক-ই-এলাহী বলেছেন, ভবিষ্যতের কথা এখনই বলা যাবে না। তবে পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেয়া হবে। আজ সকালে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগের আওতাধিন সংস্থা ও কোম্পানীর সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এ সংম্মেলনের আয়োজন করা হয়। এতে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. ইনামুল হক সহ সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.