‘অনেক দিনে স্বপ্নটা রঙিন হলো’ by রেদওয়ান রনি

কেমন গেল ২০১১ চোরাবালি নিয়ে স্বপ্নের জাল বুনেছি বছর তিনেক ধরে, এ বছরেই তিন বছর ধরে দেখা সেই স্বপ্নটা বলা যায় রঙিন হয়েছে। ছবির কাজ, অর্থাৎ শুটিংসহ যাবতীয় কাজই প্রায় শেষ করে এনেছি। এখন কেবল মুক্তির জন্য অপেক্ষা। তাই বলতে পারি, ২০১১ সাল আমার বড় একটা স্বপ্নপূরণের বছর। আমার কাজে পরিবর্তন এসেছে। পরিবর্তন এনেছি পরিকল্পনায়। চোরাবালির কাজ শেষ করার পর ঠিক করেছি, প্রতিবছর অন্তত একটা ছবি আমাকে নামাতেই হবে।


টিভি নাটক তো করবই, পাশাপাশি একটা ছবি। ব্যক্তিজীবনে ২০১১ আমার ভালোই গেছে। প্রেমটা ঠিকঠাক মতো চলেছে! এটাও একটা বড় ব্যাপার। কারণ, এ ক্ষেত্রেই তো সবচেয়ে বড় ঝামেলায় পড়তে হয়! এ ছাড়া আমার বাবার ওপেন হার্ট সার্জারি হয়েছে সফলভাবে। পরিবারের বাকিরাও ভালো আছেন।

কেমন চাই ২০১২
নতুন একটি মেগাসিরিয়ালের কাজও শুরু করছি এই বছরের শুরু থেকেই। আনিসুল হকের রচনায় রেডিও চকলেট। বছরের মাঝামাঝি সময়ে চোরাবালি মুক্তি পেয়ে গেলে নতুন আরেকটি ছবির কাহিনিও ঠিক করে ফেলব আশা করি।
গেল বছর আমার জন্য যেমন পয়মন্ত ছিল, দেশের চলচ্চিত্রশিল্প এবং টিভি নাটকের জন্যও ইতিবাচক বছর ছিল। ২০১১ সালে বানানো অনেক পরিচালকের ছবি মুক্তি পাবে এ বছরেই। গেল বছর যে পরিবর্তন ঘটেছে আমাদের চলচ্চিত্রে, তার ফল দেখা যাবে ২০১২-তে। মোস্তফা সরয়ার ফারুকী, অনিমেষ আইচের মতো পরিচালকের কাজগুলো হলে চলে আসবে। তখন প্রেক্ষাগৃহের মালিকেরা নড়েচড়ে বসতে বাধ্য হবেন। এখনকার পরিচালকেরা পুরস্কারের জন্য ছবি বানাচ্ছেন না। কাজ করছেন দর্শকদের কথা মাথায় রেখেই। এতে করে ভবিষ্যতে নতুন নতুন পরিচালক সিনেমা বানাতে উৎসাহ পাবেন। কাজেই, ২০১২ চলচ্চিত্র ও নাটকের জন্য আমি মনে করি গুরুত্বপূর্ণ বছর।
আমি আশাবাদী দেশ এবং তরুণ প্রজন্ম নিয়েও। এই আশাবাদী মনে আরও শক্তি জোগাচ্ছে সামাজিক মাধ্যমগুলোর জোরদার ভূমিকা, ‘মানুষ এখন নিজের কথা এবং মতামত প্রকাশ করতে পারছে খুব সহজেই। ব্লগ ও ফেসবুক জনমত গঠনে বিরাট ভূমিকা রাখছে।
অনুলিখন: মাহফুজ রহমান

No comments

Powered by Blogger.