‘শ্রীলঙ্কাই অস্ট্রেলিয়ার প্রধান বাধা’
প্রথম প্রস্তুতি ম্যাচেই ভারতের কাছে ৩৮ রানে হেরে গেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মূল আসরেও স্বাগতিক হিসেবে ভারতকেই শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবে গণ্য করছে অনেকে। কিন্তু অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের অন্যতম দুই সদস্য মার্ক ওয়াহ ও ডেমিয়েন ফ্লেমিংয়ের মতে, ভারত, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ড নয়, একমাত্র শ্রীলঙ্কাই অসিদের টানা চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়াতে পারে।
অস্ট্রেলিয়ার এক টেলিভিশন অনুষ্ঠানে এবারের বিশ্বকাপ কে জিততে পারে, এমন প্রশ্নের জবাবে ডেমিয়েন ফ্লেমিং বলেছেন, ‘উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ জেতাটা সব সময়ই কঠিন। কারণ, স্বাগতিক দলগুলো সেখানে খুবই ভালো খেলে। আমি বিশেষভাবে বলব স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরনের কথা। সে সব সময়ই খুব ভালো বল করে। বিশেষত উপমহাদেশে। আর তার সঙ্গে বোলিং আক্রমণে অজন্তা মেন্ডিসও ভালো একটা অবদান রাখবে। আর তাদের ব্যাটসম্যানের তালিকাটাও বেশ লম্বা। তারা অনেক বড় স্কোরও তাড়া করতে পারবে।’
স্পিন বোলিংয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের দুর্বলতার কথা স্বীকার করেছেন এই দুই সাবেক অসি ক্রিকেটার। শেষ মুহূর্তে ইনজুরির কারণে মাইক হাসির বিশ্বকাপ দলে না থাকতে পারাটা অস্ট্রেলিয়ার জন্য একটা অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন মার্ক ওয়াহ। আর ফ্লেমিং বলেছেন, ‘ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা দেখে আমার মনে হলো, অস্ট্রেলিয়া যদি আবার শিরোপা জয়ের স্বাদ পেতে চায়, তাহলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের আরও ভালোভাবে স্পিনারদের মোকাবিলা করতে হবে এবং দ্রুত রান করতে হবে।’
অস্ট্রেলিয়ার এক টেলিভিশন অনুষ্ঠানে এবারের বিশ্বকাপ কে জিততে পারে, এমন প্রশ্নের জবাবে ডেমিয়েন ফ্লেমিং বলেছেন, ‘উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ জেতাটা সব সময়ই কঠিন। কারণ, স্বাগতিক দলগুলো সেখানে খুবই ভালো খেলে। আমি বিশেষভাবে বলব স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরনের কথা। সে সব সময়ই খুব ভালো বল করে। বিশেষত উপমহাদেশে। আর তার সঙ্গে বোলিং আক্রমণে অজন্তা মেন্ডিসও ভালো একটা অবদান রাখবে। আর তাদের ব্যাটসম্যানের তালিকাটাও বেশ লম্বা। তারা অনেক বড় স্কোরও তাড়া করতে পারবে।’
স্পিন বোলিংয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের দুর্বলতার কথা স্বীকার করেছেন এই দুই সাবেক অসি ক্রিকেটার। শেষ মুহূর্তে ইনজুরির কারণে মাইক হাসির বিশ্বকাপ দলে না থাকতে পারাটা অস্ট্রেলিয়ার জন্য একটা অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন মার্ক ওয়াহ। আর ফ্লেমিং বলেছেন, ‘ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা দেখে আমার মনে হলো, অস্ট্রেলিয়া যদি আবার শিরোপা জয়ের স্বাদ পেতে চায়, তাহলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের আরও ভালোভাবে স্পিনারদের মোকাবিলা করতে হবে এবং দ্রুত রান করতে হবে।’
No comments