যুক্তরাজ্য সফর বাতিল আইএসআই প্রধানের
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লে. জেনারেল আহমেদ সুজা পাশা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের একটি মন্তব্যের প্রতিবাদে সে দেশ সফরের কর্মসূচি বাতিল করেছেন। সাম্প্রতিক ভারত সফরে আইএসআইকে ইঙ্গিত করে ক্যামেরন বলেন, পাকিস্তানকে সন্ত্রাস বিস্তারে মদদ দেওয়া অবশ্যই বন্ধ করতে হবে।
সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে আইএসআইয়ের সম্পর্ক থাকার অভিযোগে ইসলামাবাদ কঠোর সমালোচনার মুখে রয়েছে। তবে আইএসআইর প্রধান তাঁর সফর বাতিল করলেও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আগামী সপ্তাহে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী যুক্তরাজ্য যাচ্ছেন।
ভারত সফরকালে গত বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, ইসলামাবাদ অবশ্যই জঙ্গিদের একটি ঘাঁটি হবে না। বিশ্বজুড়ে সন্ত্রাস বিস্তারে তাদের মদদ দেওয়াও বন্ধ করতে হবে। পরে অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, মন খুলে মন্তব্য করতে তিনি এ কথা বলেন, যা খুব গুরুত্বপূর্ণ।
সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে আইএসআইয়ের সম্পর্ক থাকার অভিযোগে ইসলামাবাদ কঠোর সমালোচনার মুখে রয়েছে। তবে আইএসআইর প্রধান তাঁর সফর বাতিল করলেও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আগামী সপ্তাহে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী যুক্তরাজ্য যাচ্ছেন।
ভারত সফরকালে গত বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, ইসলামাবাদ অবশ্যই জঙ্গিদের একটি ঘাঁটি হবে না। বিশ্বজুড়ে সন্ত্রাস বিস্তারে তাদের মদদ দেওয়াও বন্ধ করতে হবে। পরে অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, মন খুলে মন্তব্য করতে তিনি এ কথা বলেন, যা খুব গুরুত্বপূর্ণ।
No comments