কাম্পালা হামলায় কেনিয়ার ৩ নাগরিক অভিযুক্ত
৭৬টি হত্যাকাণ্ডের জন্য গত শুক্রবার কেনিয়ার তিন নাগরিককে অভিযুক্ত করেছেন উগান্ডার একটি আদালত। উগান্ডার রাজধানী কাম্পালার একটি ক্লাব ও রেস্তোরাঁয় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার সময় দর্শকদের ওপর চালানো বোমা হামলায় ওই ৭৬ জন নিহত হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন হুসেইন হাসান আগাদ (২৭), মোহাম্মদ আদান আবদু (২৫) ও ইদরিস মাগোন্দু (৪২)। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা আদালতে কোনো বক্তব্য দেননি। ২৭ আগস্ট তাঁদের আবার আদালতে তোলা হবে। সে পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের জেলহাজতে রাখা হবে।
সোমালিয়ার ইসলামপন্থী গোষ্ঠী আল-শাবাব ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। আল-কায়েদার সঙ্গে গোষ্ঠীটির সম্পৃক্ততা রয়েছে।
গত ১১ জুলাইয়ের ওই বোমা হামলায় আরও ৭০ জন আহত হয়। একটি রাগবি ক্লাব ও ইথিওপিয়ান রেস্তোরাঁয় এ হামলা চালানো হয়। হামলার সময় ফুটবলভক্তরা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখছিলেন।
গত শুক্রবার অভিযুক্ত তিন কেনিয়ার নাগরিককে কাম্পালার একটি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
অভিযোগপত্রে হুসেইন হাসান আগাদকে ‘ধর্মপ্রচারক’ হিসেবে চিহ্নিত করা হয়। অন্যদিকে ইদরিস মাগোন্দুকে নাইরোবির একটি ট্রেডিং কোম্পানির কর্মী হিসেবে পরিচয় দেওয়া হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন হুসেইন হাসান আগাদ (২৭), মোহাম্মদ আদান আবদু (২৫) ও ইদরিস মাগোন্দু (৪২)। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা আদালতে কোনো বক্তব্য দেননি। ২৭ আগস্ট তাঁদের আবার আদালতে তোলা হবে। সে পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের জেলহাজতে রাখা হবে।
সোমালিয়ার ইসলামপন্থী গোষ্ঠী আল-শাবাব ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। আল-কায়েদার সঙ্গে গোষ্ঠীটির সম্পৃক্ততা রয়েছে।
গত ১১ জুলাইয়ের ওই বোমা হামলায় আরও ৭০ জন আহত হয়। একটি রাগবি ক্লাব ও ইথিওপিয়ান রেস্তোরাঁয় এ হামলা চালানো হয়। হামলার সময় ফুটবলভক্তরা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখছিলেন।
গত শুক্রবার অভিযুক্ত তিন কেনিয়ার নাগরিককে কাম্পালার একটি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
অভিযোগপত্রে হুসেইন হাসান আগাদকে ‘ধর্মপ্রচারক’ হিসেবে চিহ্নিত করা হয়। অন্যদিকে ইদরিস মাগোন্দুকে নাইরোবির একটি ট্রেডিং কোম্পানির কর্মী হিসেবে পরিচয় দেওয়া হয়।
No comments