বল হাতে সফল সাকিব
সারের বিপক্ষে আগের চার দিনের ম্যাচটায় দারুণ খেলেছিলেন। কিন্তু কাল গ্ল্যামরগনের বিপক্ষে ৪০ ওভারের ম্যাচে কোনো রান না করেই আউট হয়ে গেছেন বাংলাদেশ সহ-অধিনায়ক। তবে বল হাতে ৪ উইকেট নিয়ে পুষিয়ে দিয়েছেন ব্যাটিংয়ের ব্যর্থতা।
চার নম্বরে নেমে প্রথম বলেই বাঁহাতি স্পিনার নিক জেমসকে ফিরতি ক্যাচ দিয়েছেন সাকিব। সাকিব না পারলেও ওপেনার মঈন আলীর ১২১, অধিনায়ক বিক্রম সোলাঙ্কির ৫১ ও গ্যারেথ অ্যান্ড্রুর অপরাজিত ৬৬ রানের সৌজন্যে ৫ উইকেটে ২৯৬ রান করেছে উস্টারশায়ার। গ্ল্যামরগন ২৬.১ ওভারে মাত্র ১১৮ রানেই অলআউট হয়ে যায়। সাকিব ৬.১ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৩৮ রান দিয়ে ম্যাসন নিয়েছেন ৩ উইকেট।
চার নম্বরে নেমে প্রথম বলেই বাঁহাতি স্পিনার নিক জেমসকে ফিরতি ক্যাচ দিয়েছেন সাকিব। সাকিব না পারলেও ওপেনার মঈন আলীর ১২১, অধিনায়ক বিক্রম সোলাঙ্কির ৫১ ও গ্যারেথ অ্যান্ড্রুর অপরাজিত ৬৬ রানের সৌজন্যে ৫ উইকেটে ২৯৬ রান করেছে উস্টারশায়ার। গ্ল্যামরগন ২৬.১ ওভারে মাত্র ১১৮ রানেই অলআউট হয়ে যায়। সাকিব ৬.১ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৩৮ রান দিয়ে ম্যাসন নিয়েছেন ৩ উইকেট।
No comments