জয়পুরের পা লাগিয়ে আবার হাঁটবে এক হাজার পঙ্গু ইরাকি
ভারতের জয়পুরভিত্তিক একটি সংগঠন যুদ্ধের সময় ইরাকের যেসব মানুষ মাইন ও বোমা বিস্ফোরণে অথবা গুলিতে পা খুইয়ে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাদের মধ্য থেকে প্রায় এক হাজার লোকের দেহে কৃত্রিম পা বসানোর উদ্যোগ নিয়েছে।
পঙ্গুদের হাঁটার জন্য জয়পুরে রাবারের তৈরি প্রোসথেটিক পা পৃথিবী-বিখ্যাত। ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি (বিএমভিএসএস) নামের ওই সংগঠনটির ৪০ সদস্যের একটি প্রতিনিধিদলের গতকালই ইরাক পৌঁছানোর কথা। তারা সেখানে পাকিস্তানের হাসবা ট্রাস্ট ও স্থানীয় চালাবি ট্রাস্টের সঙ্গে যৌথভাবে চিকিত্সা-শিবির খুলবে। শিবিরে এক হাজার ব্যক্তির দেহে কৃত্রিম পা প্রতিস্থাপন করা হবে।
পঙ্গুদের হাঁটার জন্য জয়পুরে রাবারের তৈরি প্রোসথেটিক পা পৃথিবী-বিখ্যাত। ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি (বিএমভিএসএস) নামের ওই সংগঠনটির ৪০ সদস্যের একটি প্রতিনিধিদলের গতকালই ইরাক পৌঁছানোর কথা। তারা সেখানে পাকিস্তানের হাসবা ট্রাস্ট ও স্থানীয় চালাবি ট্রাস্টের সঙ্গে যৌথভাবে চিকিত্সা-শিবির খুলবে। শিবিরে এক হাজার ব্যক্তির দেহে কৃত্রিম পা প্রতিস্থাপন করা হবে।
No comments