কলাবাগানের টানা ষষ্ঠ জয়
একই দিনে ক্রিকেটের তিন রূপ দেখল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ফতুল্লা স্টেডিয়ামে বিকেএসপির বিপক্ষে ১৭৫ রানে জিতে জয়ের ধারা ধরে রেখেছে কলাবাগান। এ ম্যাচে কলাবাগানের ইনিংসটাই যেখানে ২৭৬ রানের, সেখানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই ইনিংস মিলিয়ে রান হলো ১৫১! লো স্কোরিং ম্যাচে ওল্ড ডিওএইচএসের ৭৪ রান টপকাতে ভিক্টোরিয়াকে হারাতে হলো ৭ উইকেট। আর বিকেএসপিতে? সকালের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় সিসিএস-খেলাঘরের ম্যাচই হয়নি। আজ শেরেবাংলা স্টেডিয়ামে হওয়ার কথা এই ম্যাচ।
আরিফুল এক রানের জন্য ফিফটি মিস করলেও গোলাম মাবুদ (৬৬) আর জাহিদের (৬০) ফিফটিতে বড় সংগ্রহ গড়েছিল কলাবাগান। ৪০ রানে ২ উইকেট পড়ার পর মাবুদ-রকিবুলের (৩৪) তৃতীয় উইকেট জুটিতে আসে ৭৪ রান। জবাবে ৩১.৪ ওভারে ১০১ রানে অলআউট বিকেএসপি। কলাবাগানের বোলিং সাফল্যটা সবার সম্মিলিত। শাহাদাত ৩০ রানে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। প্রথম ম্যাচে হারার পর টানা ষষ্ঠ জয় এটি কলাবাগানের, বিকেএসপির পঞ্চম পরাজয়।
মিরপুরে ভিক্টোরিয়া-ওল্ড ডিওএইচএসের ম্যাচ হয়েছে নতুন উইকেটে। তবে ভিক্টোরিয়ার অধিনায়ক মোহাম্মদ শরীফ জানিয়েছেন, উইকেট সমস্যা ছিল না। বোলারদের ভালো বোলিংয়েই দু দলের এই ব্যাটিং ব্যর্থতা। ওল্ড ডিওএইচএসের ৭৪ রানের ইনিংসে সর্বোচ্চ ২৪ রান তাইবুরের। জবাবে ১১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ভিক্টোরিয়াও। এরপর জয়ের লক্ষ্যে পৌঁছানোর আগে তারা হারিয়েছে আরও ৩ উইকেট। লিগে ভিক্টোরিয়ার এটি তৃতীয় জয়, ওল্ড ডিওএইচএসের চতুর্থ পরাজয়।
আগামীকালের খেলা পেছাল: সিসিডিএম চেয়ারম্যান জি এস হাসান জানিয়েছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের কারণে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার হওয়ায় আগামীকালের ম্যাচের জন্য পর্যাপ্ত পুলিশ পাওয়া যাচ্ছে না। প্রিমিয়ার লিগে তাই কাল কোনো ম্যাচ হবে না।
আরিফুল এক রানের জন্য ফিফটি মিস করলেও গোলাম মাবুদ (৬৬) আর জাহিদের (৬০) ফিফটিতে বড় সংগ্রহ গড়েছিল কলাবাগান। ৪০ রানে ২ উইকেট পড়ার পর মাবুদ-রকিবুলের (৩৪) তৃতীয় উইকেট জুটিতে আসে ৭৪ রান। জবাবে ৩১.৪ ওভারে ১০১ রানে অলআউট বিকেএসপি। কলাবাগানের বোলিং সাফল্যটা সবার সম্মিলিত। শাহাদাত ৩০ রানে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। প্রথম ম্যাচে হারার পর টানা ষষ্ঠ জয় এটি কলাবাগানের, বিকেএসপির পঞ্চম পরাজয়।
মিরপুরে ভিক্টোরিয়া-ওল্ড ডিওএইচএসের ম্যাচ হয়েছে নতুন উইকেটে। তবে ভিক্টোরিয়ার অধিনায়ক মোহাম্মদ শরীফ জানিয়েছেন, উইকেট সমস্যা ছিল না। বোলারদের ভালো বোলিংয়েই দু দলের এই ব্যাটিং ব্যর্থতা। ওল্ড ডিওএইচএসের ৭৪ রানের ইনিংসে সর্বোচ্চ ২৪ রান তাইবুরের। জবাবে ১১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ভিক্টোরিয়াও। এরপর জয়ের লক্ষ্যে পৌঁছানোর আগে তারা হারিয়েছে আরও ৩ উইকেট। লিগে ভিক্টোরিয়ার এটি তৃতীয় জয়, ওল্ড ডিওএইচএসের চতুর্থ পরাজয়।
আগামীকালের খেলা পেছাল: সিসিডিএম চেয়ারম্যান জি এস হাসান জানিয়েছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের কারণে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার হওয়ায় আগামীকালের ম্যাচের জন্য পর্যাপ্ত পুলিশ পাওয়া যাচ্ছে না। প্রিমিয়ার লিগে তাই কাল কোনো ম্যাচ হবে না।
No comments