কাউন্টির নাম উস্টারশায়ার
প্রায় দেড় শ বছর বয়স উস্টারশায়ারের। অনেক পুরোনো হলেও সাফল্যের পাল্লা ততটা ভারী নয়। কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতেছে ৫ বার। ক্লাবটির সুবর্ণ সময় এসেছিল দুটি অধ্যায়ে। প্রথমবার ষাটের দশকে, ১৯৬৪ আর ১৯৬৫ সালে জিতেছিল টানা দুটো কাউন্টি চ্যাম্পিয়নশিপ। পরপর দুই বছর শিরোপা এসেছিল ১৯৮৮ আর ১৯৮৯ সালেও। পাঁচ শিরোপার অন্যটি আসে ১৯৭৪ সালে। এর পর থেকেই সাফল্য-খরা। সর্বশেষ বড় কোনো শিরোপা জয় ১৯৯৪ সালে, সেটিও ওয়ানডে টুর্নামেন্টে।
সাফল্য যা-ই হোক, ক্লাবটিতে পদধূলি পড়েছে ক্রিকেটের অনেক বড় বড় তারকার। গ্রায়েম হিককে বলা হয় উস্টারশায়ারের ঘরের ছেলে। ১৯৮৪ থেকে ২০০৮ পর্যন্ত খেলেছেন। ক্লাবটির হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে রান করেছেন ৩০ হাজারেরও বেশি। ইমরান খান, কপিল দেব, ইয়ান বোথাম, গ্লেন ম্যাকগ্রা, শোয়েব আখতার, চামিন্ডা ভাস, জহির খান, ক্রিস গেইলের মতো বর্তমান-সাবেক তারকারাও খেলেছেন ক্লাবটিতে।
সাফল্য যা-ই হোক, ক্লাবটিতে পদধূলি পড়েছে ক্রিকেটের অনেক বড় বড় তারকার। গ্রায়েম হিককে বলা হয় উস্টারশায়ারের ঘরের ছেলে। ১৯৮৪ থেকে ২০০৮ পর্যন্ত খেলেছেন। ক্লাবটির হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে রান করেছেন ৩০ হাজারেরও বেশি। ইমরান খান, কপিল দেব, ইয়ান বোথাম, গ্লেন ম্যাকগ্রা, শোয়েব আখতার, চামিন্ডা ভাস, জহির খান, ক্রিস গেইলের মতো বর্তমান-সাবেক তারকারাও খেলেছেন ক্লাবটিতে।
No comments