আবার আসছেন তাহির জামান
আগামী ৫-১২ ডিসেম্বর ঢাকায় হকি কোচদের এক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষজ্ঞ কোচ থাকবেন পাকিস্তান হকি দলের সাবেক অধিনায়ক তাহির জামান। ঢাকায় অনেক দিন ঘরোয়া হকি খেলা তাহির এর আগে বাংলাদেশ হকি দলের সঙ্গে কাজ করে গেছেন উপদেষ্টা কোচ হিসেবে।
কাল হকি ফেডারেশনের ওয়ার্কিং কমিটির সভা শেষে তাহিরের আসার খরবটা জানানো হয়েছে। কর্তারা সরাসরি না বললেও এই সভায় ঠিক হয়েছে, জার্মান ফেরত জাতীয় দলের খেলোয়াড়দের পুলের গ্যাঁড়াকলে ফেলা হবে না। চূড়ান্ত সিদ্ধান্ত হবে ২১ নভেম্বর লিগ কমিটির সভায়। এ ছাড়া এসএ গেমসের প্রস্তুতি হিসেবে জাতীয় দলকে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলতে মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এদিন। মালয়েশিয়ায় যাওয়ার সময়সূচি অবশ্য ঠিক হয়নি।
কাল হকি ফেডারেশনের ওয়ার্কিং কমিটির সভা শেষে তাহিরের আসার খরবটা জানানো হয়েছে। কর্তারা সরাসরি না বললেও এই সভায় ঠিক হয়েছে, জার্মান ফেরত জাতীয় দলের খেলোয়াড়দের পুলের গ্যাঁড়াকলে ফেলা হবে না। চূড়ান্ত সিদ্ধান্ত হবে ২১ নভেম্বর লিগ কমিটির সভায়। এ ছাড়া এসএ গেমসের প্রস্তুতি হিসেবে জাতীয় দলকে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলতে মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এদিন। মালয়েশিয়ায় যাওয়ার সময়সূচি অবশ্য ঠিক হয়নি।
No comments