ভারতে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ নিহত ১৫
ভারতের উত্তর প্রদেশের মথুরা রেলস্টেশনের কাছে আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন। আহত ব্যক্তিদের মথুরা ও বৃন্দাবন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ভোর রাতে মথুরা স্টেশনের কাছে মেওয়ার এক্সপ্রেস ও গোয়া এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে গোয়া এক্সপ্রেসের একটি সাধারণ যাত্রীবাহী বগি দুমড়ে-মুচড়ে যায়। লাইনচু্যত হয় আরও দুটি বগি।
আগ্রা রেলওয়ে বিভাগের বিভাগীয় ম্যানেজার আর ডি ত্রিপাঠি বলেন, গোয়া এক্সপ্রেস ট্রেনের চালক সংকেত অমান্য করে একই লাইনে ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
কেন্দ্রীয় সরকার নিহত ব্যক্তিদের পাঁচ লাখ ও গুরুতর আহত ব্যক্তিদের এক লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, ভোর রাতে মথুরা স্টেশনের কাছে মেওয়ার এক্সপ্রেস ও গোয়া এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে গোয়া এক্সপ্রেসের একটি সাধারণ যাত্রীবাহী বগি দুমড়ে-মুচড়ে যায়। লাইনচু্যত হয় আরও দুটি বগি।
আগ্রা রেলওয়ে বিভাগের বিভাগীয় ম্যানেজার আর ডি ত্রিপাঠি বলেন, গোয়া এক্সপ্রেস ট্রেনের চালক সংকেত অমান্য করে একই লাইনে ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
কেন্দ্রীয় সরকার নিহত ব্যক্তিদের পাঁচ লাখ ও গুরুতর আহত ব্যক্তিদের এক লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
No comments