সবচেয়ে সুখের শহর রিও ডি জেনিরো
পৃথিবীর সবচেয়ে সুখের শহর ব্রাজিলের রিও ডি জেনিরো। সাগরতীরের এই শহরের ভূদৃশ্যাবলি যেমন মনকাড়া, তেমনি প্রাণোচ্ছল এর বাসিন্দারা। এই শহরের তরুণেরা তো প্রতি সন্ধ্যায় পাহাড়ের পাদদেশে কিংবা সাগরসৈকতে নেচে-গেয়ে উল্লাস করে। আর কার্নিভাল উত্সবে তো কথাই নেই। সব মিলিয়ে শহরটির কোনো তুলনা নেই। ব্রিটিশ লেখক সিমোন অ্যানহোল্টের জরিপে এমন তথ্যই বেরিয়ে এসেছে। তাই তিনি পৃথিবীর সবচেয়ে সুখের শহরের তালিকার শীর্ষে রিও ডি জেনিরোকে স্থান দিয়েছেন।
পৃথিবীর সেরা সুখের শহরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি। তৃতীয় স্থানে আছে স্পেনের বার্সেলোনা। চতুর্থ স্থানে আছে নেদারল্যান্ডসের আমস্টারডাম। পঞ্চম স্থানটি ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
সিমোন অ্যানহোল্ট তাঁর এই তালিকা তৈরি করতে ২০টি দেশের অন্তত ১০ হাজার মানুষের মতামত নিয়েছেন। জরিপের ফল সম্পর্কে তিনি বলেন, ‘সুখের কোনো সর্বজনীন সংজ্ঞা নেই। এর অর্থ একেকজনের কাছে একেক রকম। সুখ উপলব্ধির ব্যাপার। আমাদের জরিপে উপলব্ধির ওপরই জোর দেওয়া হয়েছে। বাস্তবতার ওপর নয়।’
পৃথিবীর সেরা সুখের শহরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি। তৃতীয় স্থানে আছে স্পেনের বার্সেলোনা। চতুর্থ স্থানে আছে নেদারল্যান্ডসের আমস্টারডাম। পঞ্চম স্থানটি ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
সিমোন অ্যানহোল্ট তাঁর এই তালিকা তৈরি করতে ২০টি দেশের অন্তত ১০ হাজার মানুষের মতামত নিয়েছেন। জরিপের ফল সম্পর্কে তিনি বলেন, ‘সুখের কোনো সর্বজনীন সংজ্ঞা নেই। এর অর্থ একেকজনের কাছে একেক রকম। সুখ উপলব্ধির ব্যাপার। আমাদের জরিপে উপলব্ধির ওপরই জোর দেওয়া হয়েছে। বাস্তবতার ওপর নয়।’
No comments