জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যানকে বরখাস্ত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর শীর্ষপদে বড় রকমের রদবদল করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস ‘সিকিউ’ ব্রাউনকে বরখাস্ত করেছেন। তার পদে বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ড্যান কেইন’কে বসানোর জন্য মনোনয়ন করেছেন ট্রাম্প। উল্লেখ্য, ড্যান কেইন এ-১৬ যুদ্ধবিমানের একজন পাইলট। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র সামরিক শাখার সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে তিনি আরো জানিয়েছেন, শীর্ষ স্থানীয় আরো ৫জন কর্মকর্তাকে বদল করা হচ্ছে। চার্লস ব্রাউনকে বরখাস্ত করা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, তিনি ৪০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সেবা করে গেছেন। এ জন্য তাকে ধন্যবাদ জানাই। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়, জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান হিসেবে জেনারেল ব্রাউন ছিলেন দ্বিতীয় কৃষ্ণাঙ্গ কর্মকর্তা। তিনি জাতীয় নিরাপত্তা ইস্যুতে প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষামন্ত্রীকে পরামর্শ দিতেন। জেনারেল ব্রাউনকে এর আগেই সরিয়ে দেয়ার পরামর্শ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিটি হেগসেথ। কারণ হিসেবে তিনি সেনাবাহিনীতে বহুত্ববাদ, সমতা ও অংশগ্রহণমূলক কর্মসূচিতে অতিমাত্রায় আগ্রহী বলে অভিযোগ করেন তিনি। শুক্রবার হেগসেথ বলেছেন, তিনি আরও দু’জন সিনিয়র কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। তারা হলেন নেভাল অপারেশনের প্রধান এডমিরাল লিসা ফ্রানচেত্তি এবং বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল জিম স্লিফ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে নেতৃত্বদানকারী প্রথম নারী ছিলেন এই এডমিরাল ফ্রানচেত্তি। তাকে নিয়ে শুক্রবার তিনজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এসব কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। হেগসেথ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে আমরা নতুন নেতৃত্ব বসাচ্ছি। ওই নেতৃত্ব আমাদের সামরিক বাহিনীর মূল লক্ষ্যে দৃষ্টি দেবে। তা হবে লড়াই করা এবং যুদ্ধে জয় পাওয়া।
গত বছর কনজার্ভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ট্রাম্প ইরানে জেনারেল কেইনের সঙ্গে তার প্রথম সাক্ষাতের কথা স্মরণ করেন। তার সম্পর্কে তিনি দর্শকদের বলেন, যেকোনো ব্যক্তির চেয়ে তাকে বেশ উন্নত বলে মনে হয়। ওদিকে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বরখাস্তের ঘোষণা দেয়ার দুই ঘন্টা আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে সেনাদের পরিদর্শন করছিলেন জেনারেল ব্রাউন।
No comments