আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে ভেলাডুবি, ২ লাশ উদ্ধার
লালমনিরহাট সদর উপজেলায় ধরলার তীরে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে ভেলাডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনের মরদেহ উদ্ধার করা হল। সোমবার সকালে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পূর্ব বডুয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। মারা যাওয়া ব্যক্তিরা হলেন পূর্ব বডুয়া গ্রামের আব্দুল হামিদ ওরফে সামাদের স্ত্রী আছমা বেগম নাসিমা ও একই গ্রামের মোজাম উদ্দিন রবিউলের ছেলে আলিফ। নিখোঁজ রয়েছেন মোজাম উদ্দিন রবিউল। এর আগে রোববার একজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো মোজাম উদ্দিন রবিউল নামে আরও একজন নিখোঁজ রয়েছেন। কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রীস আলী জানান, রোববার বিকালে ওই গ্রামের মোজাম উদ্দিন রবিউল ও হামিদের পরিবারের চারজন ভেলায় করে আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় ভেলাটি ডুবে গেলে সবাই নিখোঁজ হন। অনেক চেষ্টায় রোববার সন্ধ্যার দিকে এদের মধ্যে মৃত অবস্থায় শিশু নাদিমকে খুঁজে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়েও তাদের সন্ধান করতে পারেনি। পরে সোমবার সকালে নিখোঁজদের মধ্যে শিশু আলিফ ও নাসিমার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
No comments