ঈদে ট্রেনের দেড়শ’অতিরিক্ত বগি
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আগামী ১৯ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ১৯ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ৫ দিন অগ্রিম টিকিট বিক্রির সব আয়োজন সম্পন্ন করেছে রেলওয়ে কর্র্তৃপক্ষ। একই সঙ্গে ‘ঈদ স্পেশাল ট্রেন’সহ অতিরিক্ত বগি সংযুক্তের জন্য চট্টগ্রাম পাহাড়তলী ও সৈয়দপুর রেলওয়ে কারখানায় বগি মেরামতের কাজ চলছে। এবারের ঈদে প্রায় ১৫০টি অতিরিক্ত বগি সংযুক্ত করা হবে। অতিরিক্ত যাত্রী বহনে ৭ জোড়া অর্থাৎ ১৪টি যাত্রীবাহী ট্রেন ঈদের ৫ দিন আগে এবং ঈদের পরের ৫ দিন চলাচল করবে। নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগামী ১৯ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ১৭ আগস্ট অগ্রিম টিকিট বিক্রয়সহ ঈদ উপলক্ষে নেয়া নিরাপত্তা বিষয়ে দেশবাসীকে অবহিত করতে রেলভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক আনুষ্ঠানিকভাবে অগ্রিম টিকিট বিক্রয় ও নিরাপত্তার বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। রেলওয়ে অপারেশন বিভাগ সূত্রে জানা যায়, ১৯ আগস্ট ২৮ আগস্টের অগ্রিম টিকিট, ২০ আগস্ট ২৯ আগস্টের, ২১ আগস্ট ৩০ আগস্টের, ২২ আগস্ট ৩১ আগস্টের এবং ২৩ আগস্ট ১ অক্টোবরের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে টিকিট বিক্রি করা হবে। ঈদ উপলক্ষে অগ্রিম বিক্রয় করা টিকিট ফেরত নেয়া হবে না। প্রতিবারের মতো এবারও ঈদ ফেরত টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের পর দিন থেকে ৫ দিনব্যাপী ঈদ ফেরত টিকিট বিক্রি করা হবে।
No comments