ভুয়া জন্মদিন পালন গণতন্ত্রকে ব্যাহত করেছে : ওবায়দুল
১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করে গণতন্ত্রের ধারাকে ব্যাহত করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার ম্যারেজ সার্টিফিকেট ও পাসপোর্টে ১৫ আগস্ট জন্মদিন নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, উনি এ ভুয়া জন্মদিন পালন করে সংলাপের পরিবেশ নষ্ট করেছেন। গণতন্ত্রের ধারাকে ব্যাহত করেছেন। তিনি বলেন, খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়ি গিয়েছিলেন। কিন্তু তিনি দেখা করেননি। সেদিন খালেদা জিয়া দেখা করলে সংলাপের ক্ষেত্র তৈরি হতো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অতীতে বিএনপির কর্মকাণ্ড ও ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের কারণে সংলাপের পরিবেশ নষ্ট হয়েছে। তিনি আরও বলেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। এ সরকারের মেয়াদে তাদের ফিরিয়ে আনার বিষয়ে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রসঙ্গত, গত বছরের মতো এবারও রাতের প্রথম প্রহরে কেক কেটে জন্মদিন উদযাপন করেননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর পরিবর্তে জন্মদিন উপলক্ষে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
No comments