রংপুরে সাংবাদিক হত্যা
রংপুরে গত বৃহস্পতিবার মসিউর রহমান ওরফে উৎস নামের এক সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পেশাগত কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে পুলিশ ও সহকর্মীদের ধারণা। স্থানীয় সাংবাদিকেরা ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানালেও এখন পর্যন্ত এর কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। মসিউর রহমান রংপুরের স্থানীয় পত্রিকা যুগের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। তিনি উৎস রহমান নামে লিখতেন। সম্প্রতি তিনি মাদক-সংক্রান্ত কয়েকটি প্রতিবেদন করেছিলেন। তাঁর সহকর্মীরা জানিয়েছেন, এরপর থেকে দুশ্চিন্তায় ছিলেন মসিউর। খুন হওয়ার দিনও যুগের আলো পত্রিকায় মাদক নিয়ে তাঁর লেখা একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মসিউর রহমানের লাশ উদ্ধার করা হয় মহাসড়কের পাশে একটি গাছে রশি দিয়ে বাঁধা অবস্থায়। পুলিশ বলছে, হাতুড়ি বা এ-জাতীয় ভারী বস্তু দিয়ে পিটিয়ে মসিউরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাংবাদিক দম্পতি সাগর-রুনিও নৃশংসভাবে খুন হন।
অথচ আলোচিত এ হত্যাকাণ্ডগুলোর সুরাহা আজ অবধি হয়নি। সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের (সিপিজে) প্রতিবেদন মতে, চলতি বছরে বাংলাদেশে অন্তত পাঁচজন সাংবাদিক খুন হয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের অপরাধ চক্র, অপরাজনৈতিক শক্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্বৃত্তদের চক্ষুশূল হতে হয়। এ কারণে তাঁদের আইনের সুরক্ষা খুবই প্রয়োজন। কিন্তু বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিকদের জীবন ও পেশাকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। যখন একের পর এক সাংবাদিক হত্যার বিচার হয় না, তখন কেবল ব্যক্তি সাংবাদিক নন, তাঁর পেশাও মারাত্মক হুমকির মুখে পড়ে। রংপুরের সাংবাদিকদের সঙ্গে সঙ্গে আমরাও দাবি করি, সাংবাদিক মসিউর রহমানের হত্যাকারীদের ধরতে পুলিশ সম্ভব সবকিছু করবে। এই মামলায় কোনো গাফিলতি যাতে না হয়, তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও সজাগ থাকতে হবে।
No comments