শিখ ছদ্মবেশে ফেরারি জীবন
গ্রেফতার এড়াতে একসময় ‘শিখ ছদ্মবেশে’ ফেরারি জীবন-যাপন করতেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াতেন অথচ পুলিশ চিনতে পারত না। ভারতে তখন চলছে ইন্দিরা গান্ধীর রাজত্ব। বিরোধী দল বিজেপি উত্থান ঠেকাতে, বিশেষ করে বিজেপির অঙ্গসংগঠন আরএসএস দমনে ভারতে জরুরি অধ্যাদেশ জারি করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শুরু হয় বিজেপি বিরোধী অভিযান। গণহারে চলে আরএসএসদের ধরপাকড়। ‘জরুরি অবস্থার’ প্রতিবাদে আন্দোলনে সোচ্চার হয়ে ওঠেন বিজেপির সব বাঘা বাঘা নেতারা।
কেউই ধোপে টেকেনি। জর্জ ফার্নান্দেজ, অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদভানির মতো নেতাদের জায়গা হয় সেন্ট্রাল জেলে। সে সময় নেতৃত্বশূন্য দলের ভার পড়ে নরেন্দ্র মোদির ওপর। চরম সংকটপূর্ণ সে মুহূর্তে প্রশাসনের হাত থেকে বাঁচতে ছদ্মবেশ নেন মোদি। শিখ ছদ্মবেশে দলের কাজ কর্ম পরিচালনা করতেন। ইন্দিরা সরকারের আমলে সেই জরুরি অবস্থা রদ আন্দোলন এবং দল বাঁচানোর সে ত্যাগ-তিতিক্ষায় আজ তাকে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে বলেই মনে করেন বিজেপির অনেকেই।
No comments