ব্রিটেনে হামলার ছক কষছে আইএসআইএল
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্ট বা আইএসআইএল জঙ্গিরা যুক্তরাজ্যে হামলার ছক কষছে। তিনি বলেছেন, আইএসআইএল জঙ্গিদের মধ্যে ব্রিটিশ নাগরিক রয়েছে এবং এরা দেশে ফিরে ব্রিটেনের জন্য সব চেয়ে বড় হুমকি হয়ে দেখা দিতে পারে। ব
রিটিশ পার্লামেন্ট সদস্যদের প্রশ্নের জবাবে বুধবার এ কথা বলেছেন ক্যামেরন। আফগানিস্তান কিংবা পাকিস্তান থেকে ব্রিটিশ গেরিলাদের ফেরার চেয়ে ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত নাগরিকদের ফেরা অনেক বেশি ঝুঁকির বিষয় বলেও তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, ইরাক, সিরিয়া, সোমালিয়া ও নাইজেরিয়ার ইসলামি বিদ্রোহীদের পরাজিত করতে হবে। নইলে দেশে ফিরে এসে তারা আমাদের ওপর হামলা চালাবে। ইরাক ও সিরিয়া থেকে ইউরোপের গেরিলারা ফিরে গেলে মারাত্মক। এপি।
No comments